বিষয়বস্তুতে চলুন

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চরভূরুঙ্গামারী ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
চর ভূরুঙ্গামারী ইউনিয়ন
ইউনিয়ন
৯নং চর ভূরুঙ্গামারী ইউনিয়ন।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাভূরুঙ্গামারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৯.৬০ বর্গকিমি (৩.৭১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোটপ্রায় ২৫,০০০
সাক্ষরতার হার
 • মোট২৪.০১ %
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চর ভূরুঙ্গামারী বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

নামকরণ[সম্পাদনা]

চর ভূরুঙ্গামারী মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন।

অবস্থান[সম্পাদনা]

চর ভূরুঙ্গামারী ইউনিয়নটি ভূরুঙ্গামারী উপজেলার উত্তর-পূর্ব কোণে অবস্খিত। এই ইউনিয়নের পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে তিলাই ইউনিয়ন পরিষদ, উত্তরে ভারত, দক্ষিণে পাইকেরছড়া ইউনিয়ন।[২]


গ্রাম ও মৌজা[সম্পাদনা]

মৌজার সংখ্যা: ৩টি গ্রামের সংখ্যা: ১৬টি- ১) ইসলামপুর, ২) ভূরুঙ্গামারী, ৩) বহলগুড়ি, ৪) আরাজীপাইকডাঙ্গা, ৫) ব্যাপারীটারী, ৬) চরুয়াটারী, ৭) বানিয়াটারী, ৮) চর ভূরুঙ্গামারী, ৯) মুসুল্লীটারী, ১০) চর ভূরুঙ্গামারী মাধ্য পাড়া, ১১) হুচারবালা, ১২) সিসববাড়ী, ১৩) ইসলামপুর পশ্চিম পাড়া, ১৪) দরগা পাড়া, ১৫) ইসলামপুর পূর্ব পাড়া, ১৬) চর ভূরুঙ্গামারী মধ্যপাড়া। [২]

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • ঈদগাহ-৬টি-১। বহলগুড়ি ঈদগাহ মাঠ, ২। চর ভূরুঙ্গামারী বাজার ঈদগাহ মাঠ, ৩। ত্রিমোহনী ঈদগাহ মাঠ, ৪। বাবুরহাট বাজার ঈদগাহ মাঠ। ৫। হুচারবালা ঈদগাহ মাঠ ও ৬। চরুয়াটারী ঈদগাহ মাঠ
  • বীমা-১। ন্যশনাল লাইফ ইন্সুরেন্স কো: লি: ২। পপুলা্র লাইফ ইন্সুরেন্স কো: লি: ৩।বায়রা লাইফ ইন্সুরেন্স কো: লি:
  • হাট-বাজার-২টি-চর ভূরুঙ্গামারী নতুন হাট বাজার ও বাবুর হাট বাজার।[২]

শিক্ষা[সম্পাদনা]

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৫টি
  • রেজি: প্রাথমিক বিদ্যালয় : ১টি
  • উচ্চ বিদ্যালয় : ২টি
  • মাদ্রাসা : ৪টি।[২]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

দেশের বিভিন্ন এলাকা হতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নে আসতে হলে ভূরুঙ্গামারী উপজেলা পর্যন্ত বাসযোগে আসতে হবে। ভূরুঙ্গামারী উপজেলা বাসস্ট্যান্ড হতে অটো রিক্সা, ভটভটি ও রিক্সাযোগে সরাসরি চর ভূরুঙ্গামারী ইউনিয়নে আসা যাবে। উপজেলা সদর হতে চর ভূরুঙ্গামারী পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি পাকা। দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার।[২]

প্রখ্যাত ব্যক্তি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উপজেলা, ভুরুঙ্গামারী (৩১ জুলাই ২০২১)। "ভুরুঙ্গামারী উপজেলা"ভুরুঙ্গামারী উপজেলা। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১ 
  2. ইউনিয়ন, চর-ভুরুঙ্গামারী (৩১ জুলাই ২০২১)। "চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন"চর-ভুরুঙ্গামারী ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১