বিষয়বস্তুতে চলুন

জাঞ্জগির-চম্পা লোকসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জাঞ্জগির লোকসভা কেন্দ্র থেকে পুনর্নির্দেশিত)
জাঞ্জগির-চম্পা লোকসভা কেন্দ্র
ভারতীয় নির্বাচনী এলাকা
ছত্তিশগড়এর লোকসভা কেন্দ্রসমূহ ও ৩ নং স্থানে জাঞ্জগির
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যছত্তিশগড়
বিধানসভা নির্বাচনী এলাকা৮ টি
প্রতিষ্ঠিত১৯৫৭-বর্তমান
মোট নির্বাচক১,৭৪৪,২০১[১]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
দলভারতীয় জনতা পার্টি
নির্বাচিত বছর২০১৯

জাঞ্জগির বা জাঞ্জগির চাম্পা লোকসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের ১১ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন[২] এবং মোট ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১,৭৪৪,২০১ জন৷

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি ছত্তিশগড়ের সম্পূর্ণ জাঞ্জগীর চাম্পা জেলা এবং বালোদা বাজার জেলার মধ্য ও পূর্বদিকে অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত৷[৩]

ইতিহাস[সম্পাদনা]

জাঞ্জগির লোকসভা কেন্দ্রে ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিধানসভা কেন্দ্র গুলি[সম্পাদনা]

লোকসভা কেন্দ্রটি ছত্তিলগড় রাজ্যের ৯০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ছত্তিশগড়ের বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৮ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের দুটি বিধানসভা কেন্দ্র (পামগড়, বিলাইগড়) তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

অকালতারা বিধানসভা কেন্দ্র [৪]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৩ নং বিধানসভা কেন্দ্র৷ এটি জাঞ্জগির চাম্পা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

জাঞ্জগির চাম্পা বিধানসভা কেন্দ্র [৫]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি জাঞ্জগির চাম্পা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

শক্তি বিধানসভা কেন্দ্র [৬]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি জাঞ্জগির চাম্পা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র [৭]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৬ নং বিধানসভা কেন্দ্র। এটি জাঞ্জগির চাম্পা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

জয়জয়পুর বিধানসভা কেন্দ্র [৮]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৭ নং বিধানসভা কেন্দ্র। এটি জাঞ্জগির চাম্পা জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

পামগড় বিধানসভা কেন্দ্র [৯]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৩৮ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি জাঞ্জগির চাম্পা জেলায় অবস্থিত৷

বিলাইগড় বিধানসভা কেন্দ্র [১০]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪৩ নং বিধানসভা কেন্দ্র। এটি তপসিলী জাতিদের জন্য সংরক্ষিত আসন। এটি বালোদা বাজার জেলায় অবস্থিত৷

কাশডোল বিধানসভা কেন্দ্র [১১]

এই বিধানসভা কেন্দ্রটি ছত্তিশগড় রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৪৪ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি বালোদা বাজার জেলায় অবস্থিত৷

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৯ 
  2. "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (পিডিএফ)। Delimitation Commission of India। ২০০৮-০৬-০২। ২০০৬-১২-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-২৩ 
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  4. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/akaltara-election-result-s26a033/
  5. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/janjgir-champa-election-result-s26a034/
  6. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/sakti-election-result-s26a035/
  7. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/chandrapur-election-result-s26a036/
  8. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/jaijaipur-election-result-s26a037/
  9. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/pamgarh-election-result-s26a038/
  10. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/bilaigarh-sc-election-result-s26a043/
  11. https://www.news18.com/amp/assembly-elections-2018/chhattisgarh/kasdol-election-result-s26a044/