বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Owais Al Qarni: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "চিহ্নিত কিছু সমস্যা ও ভবিষ্যতে এগুলি না করার ব্যাপারে সতর্ক থাকুন" অনুচ্ছেদে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
২০৯ নং লাইন: ২০৯ নং লাইন:
{{talkback|আলাপ:হুসাইন আহমদ মাদানি|পাতা অপসারণ|ts=০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)}}
{{talkback|আলাপ:হুসাইন আহমদ মাদানি|পাতা অপসারণ|ts=০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)}}
—[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
—[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

== চিহ্নিত কিছু সমস্যা ও ভবিষ্যতে এগুলি না করার ব্যাপারে সতর্ক থাকুন ==

সম্প্রতি হুসাইন আহমদ মাদানির আলাপ পাতায় একটি আলোচনা হয়। সেখানে আপনার সম্পাদনায় কিছু সমস্যা চিহ্নিত করা হয়। এই বার্তাটি ভবিষ্যতের জন্য সতর্কবার্তা ও একইসাথে পরামর্শমূলক বার্তা হিসেবে দেওয়া হল। আমার এই বার্তা উদ্দেশ্য আপনাকে লজ্জা/ধিক্কার দেওয়া নয়, বরং আপনি যেন এটি থেকে শিখতে পারেন। ভবিষ্যতে এইগুলি যেন পুনরায় না ঘটে সেদিকে বিশেষ দৃষ্টি রাখুন।

বিভিন্ন জন কর্তৃক চিহ্নিত সমস্যা:
* কিছু নিবন্ধের মালিকানা চাওয়া - আপনার সম্পাদিত ও উন্নত করা কিছু নিবন্ধে এই বিষয়টি লক্ষ্য করা গিয়েছে। ১০ লাইনের নিবন্ধকে আপনি ১০০০ লাইনে নিয়েছেন, কিন্তু পরে আপনি তা নিজের নামে প্রকাশ হোক চেয়েছেন, অন্যভাবে বললে আপনি চেয়েছেন নিবন্ধের প্রথম সম্পাদক যেন আপনি হন। এটি একটি বড় সমস্যা। উইকিপিডিয়া অগ্রসর হয় সম্মিলিত বা সমষ্টিগত ভাবে কাজের ভিত্তিতে। আজ আমি একটি লেখা লিখছি, কাল সেটা আরেকজন আরও সম্প্রসারণ করবেন, পরশু আরেকজন করবেন। কিন্তু কাল যদি কেউ একজন এসে নিবন্ধ মুছে নিজেকে প্রথম সম্পাদক হিসেবে প্রকাশ করতে চায়, তা পূর্বের সম্পাদকদের অস্বীকারের মত হয়ে যায়। নীতিগতভাবেও যা গ্রহণযোগ্য নয়। কারিগরি কারণে যিনি কোন নিবন্ধের প্রথম সম্পাদনা সংরক্ষণ করেন, সফটওয়্যার তাকে প্রণেতা হিসেবে দেখায়, কিন্তু এর মানে এই না তিনি নিবন্ধটির মালিক। তিনিসহ তার পরে যারা ঐ নিবন্ধে সম্পাদনা করেছেন, সকলের নিবন্ধের একজন প্রণেতা, লেখক, উন্নয়নকারী। পার্থক্য এইটুকুই যে কেউ টুকটাক উন্নয়ন করেন, আর কেউ সেটির ব্যাপক উন্নয়ন করেন। ভবিষ্যতের এই জাতীয় অনুরোধ করতে না করা হচ্ছে। দিনশেষে আমাদের মূল লক্ষ্য কিন্তু নিবন্ধের উন্নতি করা, সম্পূর্ণ করা।
* আলোচনা ছাড়াই নিজের করা নিবন্ধ/পুনর্নির্দেশ পুনর্নির্দেশনা ছাড়া নিজের উপপাতায় নেওয়া - আপনার কিছু সম্পাদনায় লক্ষ্য করা গিয়েছে যে আপনি হয়ত অতীতে কোন নিবন্ধ তৈরি করেছেন বা কোন পুনর্নির্দেশ সৃষ্টি করেছেন কিন্তু পরে কোনরূপ আলোচনা ছাড়াই প্রধান নামস্থান থেকে সেগুলি নিজের উপপাতায় নিয়ে যাচ্ছেন (ও অনেক ক্ষেত্রে পরে অপসারণ প্রস্তাব দিচ্ছেন)। একটা নিবন্ধ ৬ মাস ধরে প্রধান নামস্থানে থাকার পর হঠাৎ কোনরূপ আলোচনা ছাড়াই তা নিজের উপপাতায় নেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। দয়া করে এটি করবেন না। লক্ষ্য করুন https://xtools.wmflabs.org/ দেওয়া সংখ্যাগুলি একটি পরিসংখ্যান মাত্র, এর থেকে বেশি কিছু নয়।
* স্বার্থের সংঘাত - আমি বিশ্বাস করি [[ব্যবহারকারী_আলাপ:Owais_Al_Qarni/সংগ্রহশালা_১#হলি_টিউন_নিবন্ধের_দ্রুত_অপসারণ_প্রস্তাবনা|পূর্বে আপনার আলাপ পাতায়]] তা সমাধান হয়ে গিয়েছে। কিন্তু আবার মনে করিয়ে দিতে চাইলাম, যেন ভবিষ্যতে না ঘটে।
* কিছু নিবন্ধে প্রচারণামূলক বা পক্ষপাতমূলক লেখা - আমার মনে হয় না প্রচারণামূলক বা পক্ষপাতমূলক লেখা কী তার জন্য বিস্তারিত বলা দরকার। অতীতে আপনার লিখিত কিছু নিবন্ধে, বিশেষত কয়েজজন বাংলাদেশী ব্যক্তির নিবন্ধে, এটি লক্ষ্য করা গিয়েছে। মনে রাখুন যে উইকিপিডিয়ার কাজ কেবল ভালো দিক তুলে ধরা নয়, বরং সব তুলে ধরা। লেখার সময় এদিকে দৃষ্টি রাখবেন। প্রয়োজনে লেখার পর নিবন্ধটি নিয়ে দ্বিতীয় কোন উইকিপিডিয়ানের মতামত নিন, এমনকি চাইলে আলোচনাসভাতেও বলতে পারেন।

ভবিষ্যতে সম্পাদনার সময় উল্লেখিত এই বিষয়গুলির প্রতি বিশেষ দৃষ্টি রাখুন।

({{উত্তর|MdsShakil|Yahya|Meghmollar2017}} আর কিছু বাদ পড়লে তা এখানে উল্লেখ করে দিতে অনুরোধ করছি) -- [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০২:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

০২:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ



অসাধারণ নবাগত পদক

অসাধারণ নবাগত পদক
বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে এই পদক দেওয়া হলো। আরো বেশী বেশী কাজ করুন এবং বাংলা উইকিপিডিয়াকে উইকিপিডিয়ার অন্যতম বড় উইকিপিডিয়া হিসেবে গড়ে তুলুন। নাবিল ০৯:৩৬, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nabil: ধন্যবাদ নাবিল ভাইয়া।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৯:৪০, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! ১

বিশেষ পদক
নবাগত হিসেবে আপনার কাজগুলো অসাধারণ! শুরুতে আমিও এতোটা গুছিয়ে নিবন্ধ তৈরি করতে পারি নি। কিছু অপসারণ প্রস্তাবনায় আপনার সাথে বিতর্ক হয়েছে। সেগুলো উইকিপিডিয়ার প্রয়োজনে হলেও আমার কোনো মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনার অসাধারণ অবদানের জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য এই পদক। —ইয়াহিয়াআলাপ১৭:১৬, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: অসংখ্য ধন্যবাদ। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৭:২০, ১১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ইসলামিক পদক

ইসলামিক পদক
সুপ্রিয় Owais Al Qarni, ইসলামিক পন্ডিত, শিক্ষক, প্রতিষ্ঠান নিয়ে বাংলা উইকি সমৃদ্ধ করার জন্য সাধুবাদ জানাই, ভবিষ্যতে ইসলাম ধর্মের নীতি নির্ধারণী বিষয় নিয়ে আরো নিবন্ধ রচনা এবং বর্তমান নিবন্ধের সম্প্রসারণের জন্য প্রেরণা হিসেবে পদকটি দিলাম। আপনার জন্য শুভকামনা। ফায়সাল বিন দারুল (আলাপ) ০৫:২৩, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ইসলামি নিবন্ধ নিয়ে ওয়াইস অনেক ভালো কাজ করছেন। প্রয়োজনীয় এবং যথোপযুক্ত তথ্যসূত্র খুঁজে বের করতে পারাটাও একজন ভালো উইকিপিডিয়ানের যোগ্যতা। ওয়াইস সেটা পারেন। অভিনন্দন আপনাকে। শুধু কমন্সে ছবি আপলোডের ক্ষেত্রে একটু কপিরাইট সচেতন হলেই শতভাগ পার্ফেক্ট হবেন। :D অনেক শুভ কামনা। —ইয়াহিয়াবলুন...০৫:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদকের পদক
নতুন হিসেবে আপনি ভালো কাজ করছেন। এই ছোট্ট বাংলা উইকিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আপনার অবদানের জন্য এই পদকটি দিলাম। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ধন্যবাদ –ধর্মমন্ত্রী (আলাপ) ১৭:১৫, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

বিশেষ উইকিপদক
সুপ্রিয় ওয়াইস ভাই,

নিয়মিত অবদান রাখার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে উন্নতির চূড়ায় পৌঁছতে সাহায্য করবেন। আপনার উইকি অগ্রযাত্রা সুন্দর হোক।

শুভেচ্ছান্তে,
~ নাহিয়ান আলাপ ০৫:৪৪, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nahian: ধন্যবাদ –ধর্মমন্ত্রী (আলাপ) ০৭:২৪, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

সম্পাদকের পদক
আস-সালামু আলাইকুম, ওয়াইস ভাই! আপনি উইকিপিডিয়ায় ইসলামী ব্যক্তিত্ব ও অন্যান্য বিষয়ে খুব ভালো লিখছেন। তাই এই পদকটি পাবার অধিকার আছে আপনার। SH Mahfooz (আলাপ) ০৪:০৩, ৩১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@SH Mahfooz: ধন্যবাদ। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:২৬, ৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য কয়েকটি রসগোল্লা!

খেয়ে নিন। আর আমার ভুলগুলো ঠিক করেন। A. Shohag ১১:৪৭, ১১ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি চাদর

আপনার জন্য একটি চাদর
শীতকাল প্রায় কাছেই। এখনই হালকা শীত অনুভব হয়। এই শীতের রাতে যেন আপনার ঠান্ডা লেগে না যায়, তাই আপনাকে একটি চাদর দিলাম। বেশি শীত লাগলে বলবেন, কম্বল বা লেপ যা পাই এনে দেব। আগামিকাল আবার কথা হবে ইনশাআল্লাহ। সাফী মাহফূজ বলুন ১৬:৪৭, ৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি ক্যালিগ্রাফি

আপনার জন্য একটি ক্যালিগ্রাফি
ওয়াইস ভাই, আপনার জন্য একটি আরবি ক্যালিগ্রাফি তৈরি করেছি। এটি কমন্সে আপলোড করেছি বলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১১:৫৪, ৩০ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

সুপ্রিয় Owais Al Qarni,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -Shashanka Chandra Das (আলাপ), বৃহস্পতিবার ৫:৩৫, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)

@Shashanka Chandra Das: অসংখ্য ধন্যবাদ। –ধর্মমন্ত্রী (আলাপ) ০৮:৫৮, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ সামছুল আলম সাদ্দাম (আলাপ) ২০:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি স্বাক্ষর

আপনার জন্য একটি স্বাক্ষর
সুপ্রিয় ওয়াইস ভাই, অনেক দিন যাবত লক্ষ্য করছি আপনি একটি স্বাক্ষরই ব্যবহার করছেন। তাই আপনার জন্য
এই --> ওয়াইস করনি আলাপ স্বাক্ষরটি তৈরি করলাম। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১২:৫১, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
অনেক অনেক ধন্যবাদ। ব্যবহারের চেষ্টা করব।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৩:১৫, ২৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ফাইল স্থানান্তরকারী

আমি আপনার অ্যাকাউন্টের সাথে ফাইল স্থানান্তরকারী অধিকারটি যুক্ত করেছি, হয় এই অধিকারের জন্য আপনার আবেদনের ভিত্তিতে অথবা এই অধিকারটি আপনার স্পষ্টতই প্রয়োজন এই বিবেচনায়। ফাইল স্থানান্তরকারী অধিকারের তথ্য ও কোন কোন পরিস্থিতিতে একটি ফাইল স্থানান্তরিত হবে তা বিস্তারিত জানার জন্য দেখুন, উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী। যখন আপনি একটি ফাইল স্থানান্তর করবেন অনুগ্রহ করে ফাইলের লিংকগুলোকে নতুন নামে পরিবর্তনও নিশ্চিত করুন। আপনি যদি ফাইল স্থানান্তরকারী অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমাকে জানান, আমি অধিকারটি অপনার অ্যাকাউন্ট থেকে অপসারণ করে দিব। শুভ কামনা ও ধন্যবাদ! ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৩, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan: অসংখ্য ধন্যবাদ। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৩:৫৫, ১৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নতুন উইকিপিডিয়া অনুবাদের উপকরণ ব্যবহার করে দেখুন (উইকিপিডিয়া গবেষণা)

প্রিয় Owais Al Qarni,

আপনি একজন বাংলা উইকিপিডিয়া সম্পাদক হওয়ায়, আমি আপনাকে একটি গবেষণা সেশনে যোগ দিতে এবং একটি নতুন সম্পাদনা উপকরণ ব্যবহার করে দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই। অংশগ্রহণের জন্য ভিডিও কলে ব্যবহার উপযোগী পর্যাপ্ত দ্রুত গতির স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ উপস্থিত থাকা প্রয়োজন।

অংশগ্রহণের জন্য প্রথমে এই সংক্ষিপ্ত ফর্ম পূরণ করুন এবং নির্বাচিত হলে আপনি অংশগ্রহণের দিন / সময় নির্ধারণ করার জন্য ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ পাবেন।

গবেষণা সেশনের সফল সমাপ্তির পরে আপনাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আমরা আপনার স্থানীয় মুদ্রায় একটি $20USD মূল্যের ভিসা কার্ড প্রদান করতে ইচ্ছুক।

শুভেচ্ছান্তে, EAsikingarmager (WMF) (আলাপ) ১৮:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এই সমীক্ষা তৃতীয় পক্ষের সেবার মাধ্যমে পরিচালিত হবে, যাদের এই সেবা প্রদানে অতিরিক্ত শর্ত থাকতে পারে। গোপনীয়তা এবং ডেটা-ব্যবস্থাপনা সম্পর্কিত আরও তথ্যের জন্য সমীক্ষার গোপনীয়তার বিবৃতি দেখুন।

অনলাইন এডিটাথন রমজান

শুভেচ্ছা নেবেন। আপনাকে রমজান এডিটাথন ২০২১-এ যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া আপনি যদি পর্যালোচক হিসেবে এতে থাকেন তবে খুব ভালো হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৯, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি ইসলামিক পদক!

ইসলামিক পদক
আপনি ইসলামিক বিষয়ে দারুণ কাজ করছেন। আপনার প্রায় সকল নিবন্ধ ইসলামকে কেন্দ্র করে। বিশেষ করে {{দেওবন্দি}} সম্পর্কিত আপনার অবদানগুলো বাংলা উইকিকে সমৃদ্ধ করেছে। আপনার এই অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ। আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই শুভকামনায় ~ তন্ময় (আলাপ) ০৯:০১, ১০ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Mzz Tanmay: ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ১১:২২, ১১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক!

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই!!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ~ তন্ময় (আলাপ) ১৯:১৭, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার প্রতি ভালোবাসা

@Owais Al Qarni ভাই, আপনার ইসলাম সম্পর্কিত সম্পাদনা দেখে আমি বিহোমিত ও রীতিমত অবাক। এতো সম্পাদনা করেন কীভাবে?? আলহামদুলিল্লাহ্‌ আপনার এই কাজকে আল্লাহ ইসলাম, দেশ ও সমাজের জন্য কবুল করুক। ভাই, বহু বিষয়ে নিবন্ধ রয়েছে, কিন্তু বাংলাদেশের ইসলাম প্রচারে ও সংস্কারে বাংলাদেশী পীরদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সে হিসাবে চরমোনাই দরবার শরীফছারছিনা দরবার শরীফ নামে নিবন্ধ থাকা উচিত। এ নিবন্ধগুলো উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার শর্ত পূরণ করতে পারবে? দয়া করে জানাবেন। আর সবচেয়ে ভালো হয়, আপনার হাজারো ব্যস্ততার মধ্যে সময় করে নিবন্ধদ্বয় নিয়ে কাজ করলে। আপনার মতামত জানাবেন ভাই। -- Prodipto Deloar (আলাপ) ০৪:০০, ৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: আমি সার্চ করে বলতে পারব। তবে আপনাকে গ্রুপ মেসেঞ্জারে মেনশন করে একটা প্রশ্ন করেছিলাম। দেখলে ভাল হয়।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৪:৫৩, ৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

আসল উইকিপদক
আপনাকে মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৩২, ১৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ হিসেবে জমিয়ত উলামায়ে হিন্দ‎ নিবন্ধটির মনোনয়ন!

ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত জমিয়ত উলামায়ে হিন্দ‎ নিবন্ধটি উত্তীর্ণ হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:জমিয়ত উলামায়ে হিন্দ‎ দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ০০:১১, ১৭ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ হিসেবে মাহমুদ হাসান দেওবন্দি নিবন্ধটির মনোনয়ন!

ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত মাহমুদ হাসান দেওবন্দি নিবন্ধটি উত্তীর্ণ হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:মাহমুদ হাসান দেওবন্দি দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

১০ আজাকি পদক

১০ আজাকি পদক
অভিনন্দন! অগ্রযাত্রা অব্যাহত থাকুক। শুভকামনা ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৮:০৫, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২১

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত নদওয়াতুল উলামা নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

--  ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৮:৩১, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

পর্দা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য পর্দা নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

অস্বাভাবিক পুনর্নির্দেশ

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ ২৫ সেপ্টেম্বর ২০২১

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত মুহাম্মদুল্লাহ হাফেজ্জী এবং মুহাম্মদ আলি মুঙ্গেরি নামক নিবন্ধগুলি থেকে একাধিক আকর্ষণীয় তথ্য নিয়ে ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

--  ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১১:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ ২৬ সেপ্টেম্বর ২০২১

আজাকি আপনার তৈরি অথবা সম্প্রসারিত আজিজুল হক (শায়খুল হাদিস) এবং দারুল উলুম নিউক্যাসল নামক নিবন্ধগুলি থেকে একাধিক আকর্ষণীয় তথ্য নিয়ে ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১৩:২২, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ হিসেবে মুহাম্মদুল্লাহ হাফেজ্জী নিবন্ধটির মনোনয়ন!

ভালো নিবন্ধ হিসেবে আপনার মনোনীত মুহাম্মদুল্লাহ হাফেজ্জী নিবন্ধটি উত্তীর্ণ হয়েছে; নিবন্ধটি সম্পর্কে মন্তব্যগুলি দেখার জন্য আলাপ:মুহাম্মদুল্লাহ হাফেজ্জী দেখুন। আপনাকে অভিনন্দন! যদি নিবন্ধটি এখনো প্রধান পাতার আপনি জানেন কি...-এর জন্য মনোনীত না করা হয়ে থাকে, তবে আপনি আজাকি বা আপনি জানেন কি...-এর জন্য এই পাতায় মনোনয়ন দিতে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সুপ্রিয়, Owais Al Qarni। আলাপ:হুসাইন আহমদ মাদানি পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

শাকিল (আলাপ · অবদান) ০৭:৫৩, ২৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চিহ্নিত কিছু সমস্যা ও ভবিষ্যতে এগুলি না করার ব্যাপারে সতর্ক থাকুন

সম্প্রতি হুসাইন আহমদ মাদানির আলাপ পাতায় একটি আলোচনা হয়। সেখানে আপনার সম্পাদনায় কিছু সমস্যা চিহ্নিত করা হয়। এই বার্তাটি ভবিষ্যতের জন্য সতর্কবার্তা ও একইসাথে পরামর্শমূলক বার্তা হিসেবে দেওয়া হল। আমার এই বার্তা উদ্দেশ্য আপনাকে লজ্জা/ধিক্কার দেওয়া নয়, বরং আপনি যেন এটি থেকে শিখতে পারেন। ভবিষ্যতে এইগুলি যেন পুনরায় না ঘটে সেদিকে বিশেষ দৃষ্টি রাখুন।

বিভিন্ন জন কর্তৃক চিহ্নিত সমস্যা:

  • কিছু নিবন্ধের মালিকানা চাওয়া - আপনার সম্পাদিত ও উন্নত করা কিছু নিবন্ধে এই বিষয়টি লক্ষ্য করা গিয়েছে। ১০ লাইনের নিবন্ধকে আপনি ১০০০ লাইনে নিয়েছেন, কিন্তু পরে আপনি তা নিজের নামে প্রকাশ হোক চেয়েছেন, অন্যভাবে বললে আপনি চেয়েছেন নিবন্ধের প্রথম সম্পাদক যেন আপনি হন। এটি একটি বড় সমস্যা। উইকিপিডিয়া অগ্রসর হয় সম্মিলিত বা সমষ্টিগত ভাবে কাজের ভিত্তিতে। আজ আমি একটি লেখা লিখছি, কাল সেটা আরেকজন আরও সম্প্রসারণ করবেন, পরশু আরেকজন করবেন। কিন্তু কাল যদি কেউ একজন এসে নিবন্ধ মুছে নিজেকে প্রথম সম্পাদক হিসেবে প্রকাশ করতে চায়, তা পূর্বের সম্পাদকদের অস্বীকারের মত হয়ে যায়। নীতিগতভাবেও যা গ্রহণযোগ্য নয়। কারিগরি কারণে যিনি কোন নিবন্ধের প্রথম সম্পাদনা সংরক্ষণ করেন, সফটওয়্যার তাকে প্রণেতা হিসেবে দেখায়, কিন্তু এর মানে এই না তিনি নিবন্ধটির মালিক। তিনিসহ তার পরে যারা ঐ নিবন্ধে সম্পাদনা করেছেন, সকলের নিবন্ধের একজন প্রণেতা, লেখক, উন্নয়নকারী। পার্থক্য এইটুকুই যে কেউ টুকটাক উন্নয়ন করেন, আর কেউ সেটির ব্যাপক উন্নয়ন করেন। ভবিষ্যতের এই জাতীয় অনুরোধ করতে না করা হচ্ছে। দিনশেষে আমাদের মূল লক্ষ্য কিন্তু নিবন্ধের উন্নতি করা, সম্পূর্ণ করা।
  • আলোচনা ছাড়াই নিজের করা নিবন্ধ/পুনর্নির্দেশ পুনর্নির্দেশনা ছাড়া নিজের উপপাতায় নেওয়া - আপনার কিছু সম্পাদনায় লক্ষ্য করা গিয়েছে যে আপনি হয়ত অতীতে কোন নিবন্ধ তৈরি করেছেন বা কোন পুনর্নির্দেশ সৃষ্টি করেছেন কিন্তু পরে কোনরূপ আলোচনা ছাড়াই প্রধান নামস্থান থেকে সেগুলি নিজের উপপাতায় নিয়ে যাচ্ছেন (ও অনেক ক্ষেত্রে পরে অপসারণ প্রস্তাব দিচ্ছেন)। একটা নিবন্ধ ৬ মাস ধরে প্রধান নামস্থানে থাকার পর হঠাৎ কোনরূপ আলোচনা ছাড়াই তা নিজের উপপাতায় নেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। দয়া করে এটি করবেন না। লক্ষ্য করুন https://xtools.wmflabs.org/ দেওয়া সংখ্যাগুলি একটি পরিসংখ্যান মাত্র, এর থেকে বেশি কিছু নয়।
  • স্বার্থের সংঘাত - আমি বিশ্বাস করি পূর্বে আপনার আলাপ পাতায় তা সমাধান হয়ে গিয়েছে। কিন্তু আবার মনে করিয়ে দিতে চাইলাম, যেন ভবিষ্যতে না ঘটে।
  • কিছু নিবন্ধে প্রচারণামূলক বা পক্ষপাতমূলক লেখা - আমার মনে হয় না প্রচারণামূলক বা পক্ষপাতমূলক লেখা কী তার জন্য বিস্তারিত বলা দরকার। অতীতে আপনার লিখিত কিছু নিবন্ধে, বিশেষত কয়েজজন বাংলাদেশী ব্যক্তির নিবন্ধে, এটি লক্ষ্য করা গিয়েছে। মনে রাখুন যে উইকিপিডিয়ার কাজ কেবল ভালো দিক তুলে ধরা নয়, বরং সব তুলে ধরা। লেখার সময় এদিকে দৃষ্টি রাখবেন। প্রয়োজনে লেখার পর নিবন্ধটি নিয়ে দ্বিতীয় কোন উইকিপিডিয়ানের মতামত নিন, এমনকি চাইলে আলোচনাসভাতেও বলতে পারেন।

ভবিষ্যতে সম্পাদনার সময় উল্লেখিত এই বিষয়গুলির প্রতি বিশেষ দৃষ্টি রাখুন।

(@MdsShakil, Yahya, এবং Meghmollar2017: আর কিছু বাদ পড়লে তা এখানে উল্লেখ করে দিতে অনুরোধ করছি) -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন