ব্যবহারকারী আলাপ:অপূর্ব রায়-২৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ মাস আগে "এপ্রিল ২০২৪" অনুচ্ছেদে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭২ নং লাইন: ৭২ নং লাইন:
দয়া করে অন্য প্রযোজ্য লাইনের পাশে তথ্যসূত্র দিন। তাহলেই সমস্যা সমাধান হয়ে যায়। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৮:৪৬, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
দয়া করে অন্য প্রযোজ্য লাইনের পাশে তথ্যসূত্র দিন। তাহলেই সমস্যা সমাধান হয়ে যায়। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৮:৪৬, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
:আমি উক্ত তথ্যসূত্র শুধুমাত্র একটি লাইনের জন্য দেইনি, বরং সম্পূর্ণ পৃষ্ঠার সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সকল তথ্যসূত্র একসাথে দিয়েছি। যাতে করে পৃষ্ঠাটি দেখতে সুশৃঙ্খল এবং নান্দনিক লাগে। [[ব্যবহারকারী:অপূর্ব রায়-২৩|অপূর্ব রায়-২৩]] ([[ব্যবহারকারী আলাপ:অপূর্ব রায়-২৩#top|আলাপ]]) ১৮:৫৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
:আমি উক্ত তথ্যসূত্র শুধুমাত্র একটি লাইনের জন্য দেইনি, বরং সম্পূর্ণ পৃষ্ঠার সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সকল তথ্যসূত্র একসাথে দিয়েছি। যাতে করে পৃষ্ঠাটি দেখতে সুশৃঙ্খল এবং নান্দনিক লাগে। [[ব্যবহারকারী:অপূর্ব রায়-২৩|অপূর্ব রায়-২৩]] ([[ব্যবহারকারী আলাপ:অপূর্ব রায়-২৩#top|আলাপ]]) ১৮:৫৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
::অপূর্ব রায়, আপনি যেভাবে একত্রে তথ্যসূত্র দিয়েছেন, এভাবে একত্রে তথ্যসূত্র দেওয়া হয় না। একসাথে ১২টি-২০টি সূত্র না দিয়ে নিবন্ধের অন্য প্রযোজ্য লাইনের পাশে তথ্যসূত্র দেওয়া হলো উইকির রীতি। তাহলেই সমস্যা সমাধান হয়ে যায়। আপনি যদি সেটি না করেন, তবে অন্ততপক্ষে অনুগ্রহ করে কেউ {{tlx|সূত্র উন্নতি}} বা অন্য ট্যাগ লাগালে সেটি অপসারণ করবেন না। আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি। [[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ১৯:২৮, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

১৯:২৮, ২৬ এপ্রিল ২০২৪ তারিখে সংশোধিত সংস্করণ

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

সুপ্রিয় অপূর্ব রায়-২৩,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন!

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪০, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সুপ্রিয় অপূর্ব রায়-২৩,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

প্রিয় অপূর্ব রায়-২৩,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ

@অপূর্ব রায়-২৩:, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর অনেক জাহাজের নিবন্ধ আপনি তৈরি করেছেন, সেজন্যে আপনাকে ধন্যবাদ। পড়ে দেখবেন উইকিপিডিয়া কি এবং উইকিপিডিয়া কি নয় এবং উইকিপিডিয়া:বিষয়বস্তু দাবিত্যাগ। আপনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিতে চাইলে যোগ দিতে পারেন, দেশ সেবার সুযোগ নিতে পারেন।

ফারহান মোহাম্মদ (আলাপ) ০৪:১৪, ২৪ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৪:১৬, ২৪ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল ২০২৪

পাবনা-শ্রেণীর রিভারাইন প্যাট্রোল ভেসেল পাতায় আপনার সম্পাদনা পুনর্বহাল দেখে আপনি বর্তমানে একটি সম্পাদনাযুদ্ধে জড়িত আছেন বলে মনে হচ্ছে। ধ্বংসাত্মক সম্পাদনা এড়ানোর জন্য ব্যবহারকারীদের অন্যদের সাথে সহযোগিতা করার আশা করা হয়। একটি মতবিরোধ আছে বলে জানা গেলে বারবার অন্য ব্যবহারকারীর সম্পাদনাগুলিকে পূর্বাবস্থায় ফেরানোর পরিবর্তে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করুন৷

অনুগ্রহ করে বিশেষভাবে সচেতন হোন, উইকিপিডিয়ার সম্পাদনাযুদ্ধের নীতি অনুসারে:

  1. পুনর্বহালের সংখ্যা হিসেবে সম্পাদনাযুদ্ধ ধ্বংসাত্মক হিসেবে বিবেচিত হবে। একজন সম্পাদকের ২৪ ঘন্টা সময়ে তিনবারের বেশি একই পাতায় পুনর্বহাল করা উচিত নয়।
  2. আপনার নিজেকে ঠিক মনে হলেও সম্পাদনাযুদ্ধে জড়াবেন না।

যদি আপনি নিজেকে একটি সম্পাদনাযুদ্ধে দেখতে পান, বিতর্কিত পরিবর্তন নিয়ে আলোচনা করতে নিবন্ধের আলাপ পাতাটি ব্যবহার করুন; এমন একটি সংস্করণকে নিয়ে কাজ করুন যা সম্পাদকদের মধ্যে ঐক্যমতের প্রতিনিধিত্ব করে। আপনি একটি উপযুক্ত আলোচনাসভায় সাহায্যের জন্য বা সংঘাত নিরসন করতে অনুরোধ করে বিজ্ঞপ্তি দিতে পারেন৷ কিছু ক্ষেত্রে সাময়িক পৃষ্ঠা সুরক্ষার অনুরোধ করা উপযুক্ত হতে পারে। আপনি একটি সম্পাদনা যুদ্ধে জড়িত হলে আপনাকে সম্পাদনা থেকে অবরুদ্ধ করা হতে পারে৷
আপনার আলাপ পাতায়ও আপনি সম্পাদনা পুনর্বহাল করেছেন। যা সঠিক নয়। ☪  কাপুদান পাশা () ১৩:৫৩, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

এসব কথা আমাকে না বলে যে আগে শুরু করেছে তাকে অবগত করুন। আমার তৈরিকৃত পৃষ্ঠায় বিনাকারণে ঝগড়া শুরু উনি নিজে করেছেন। তাছাড়া, উনাকে সম্পাদনা করায় বেশ অভিজ্ঞ মনে হয়। যদিওবা উনি বিগত ৮ মাস আগে যুক্ত হয়েছেন। আমার তো মনে হয় উনি একজন sockpuppet। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৫:৫৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধে ট্যাগ লাগানো হতেই পারে, এইজন্য আপনি সম্পাদনা যুদ্ধ কোন কারণে শুরু করবেন? আলোচনার মাধ্যমে সমাধান করুন, নিবন্ধ আপনি শুরু করলেও আপনি নিবন্ধের মালিক নন সুতরাং সহযোগিতামূলক আচরণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৩৪, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
যথাযথ পর্যালোচনা না করে ট্যাগ লাগানো কতটা যক্তিক??? আমি এই পর্যন্ত ১৩৬ টি জাহাজ বিষয়ক নিবন্ধ তৈরি করেছি উপযুক্ত তথ্যসূত্রসহ। উনার যদি ন্যূনতম সামরিক বিষয়ে জ্ঞান থাকতো তাহলে উনি উক্ত ট্যাগ লাগতেন না। উনি কী কারণে ট্যাগটি ব্যবহার করেছেন তা এখনও স্পষ্ট করেন নি। আপনি বরং নিজেই জিজ্ঞেস করতে পারেন। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৭:১৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা মুছবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৩৬, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@R1F4T উনি পর্যবেক্ষক হয়েছেন বলে কী যা ইচ্ছা তাই করবেন?? এটা কী পর্যবেক্ষনের অপব্যবহারের মধ্যে পরে না?? অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৭:১৯, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@অপূর্ব রায়-২৩ ট্যাগ লাগা খুব মারাত্মক কোনো বিষয় নয়। আমারও অনেক নিবন্ধে অনেক ট্যাগ লাগানো হয়েছে। এটাকে ইতিবাচকভাবে নিন। হয়ত কেউ দেখল যে এই বিষয়ে আগ্রহী, এবং সূত্রের উন্নতি করল। অথবা আপনিই করলেন, করে ট্যাগ অপসারণ করলেন। এটা খারাপ কিছু তো নয়, না? ―  ☪  কাপুদান পাশা () ১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আরে ভাই, যিনি ট্যাগটি লাগিয়েছেন উনি কোনো যৌক্তিক কারণ উল্লেখ করেছেন কিনা আপনি নিজে বলুন? পর্যবেক্ষক হয়েছে বলে নিজের ইচ্ছায় একটি নিবন্ধে কোনো কারণ ব্যতীত ট্যাগ লাগবে, আর আমাকে সেটা ইতিবাচক ভাবে নিতে হবে এটা কেমন কথা? অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৮:০০, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র ঠিককরণ

অপূর্ব রায়, আপনি নিবন্ধে একসাথে ১২টি সূত্র দিয়েছেন। "এছাড়াও জাহাজগুলি দুর্যোগ কালীন সময়ে উদ্ধার অভিযান পরিচালনা ও দুর্যোগ পরবর্তী ত্রাণ তৎপরতা কার্যক্রমে অংশগ্রহণ করে" লাইনের সত্যতা প্রমাণে এত সূত্র দেওয়ার দরকার নেই।

অন্যদিকে নিবন্ধের অন্য কোন লাইনের পাশে কোন তথ্যসূত্র নেই। এটাই মূলত সমস্যা/ত্রুটি যাই বলেন। দয়া করে অন্য প্রযোজ্য লাইনের পাশে তথ্যসূত্র দিন। তাহলেই সমস্যা সমাধান হয়ে যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৬, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি উক্ত তথ্যসূত্র শুধুমাত্র একটি লাইনের জন্য দেইনি, বরং সম্পূর্ণ পৃষ্ঠার সত্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সকল তথ্যসূত্র একসাথে দিয়েছি। যাতে করে পৃষ্ঠাটি দেখতে সুশৃঙ্খল এবং নান্দনিক লাগে। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৮:৫৫, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
অপূর্ব রায়, আপনি যেভাবে একত্রে তথ্যসূত্র দিয়েছেন, এভাবে একত্রে তথ্যসূত্র দেওয়া হয় না। একসাথে ১২টি-২০টি সূত্র না দিয়ে নিবন্ধের অন্য প্রযোজ্য লাইনের পাশে তথ্যসূত্র দেওয়া হলো উইকির রীতি। তাহলেই সমস্যা সমাধান হয়ে যায়। আপনি যদি সেটি না করেন, তবে অন্ততপক্ষে অনুগ্রহ করে কেউ {{সূত্র উন্নতি}} বা অন্য ট্যাগ লাগালে সেটি অপসারণ করবেন না। আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৮, ২৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন