বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/নিরীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা RiazACU (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Al Riaz Uddin Ripon: মন্তব্য)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Al Riaz Uddin Ripon

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় ব্যবহারকারী হিসেবে সম্পাদনা ও নিবন্ধ তৈরির কাজ করছি বিগত আড়াই বছরেরও বেশি সময় ধরে। বর্তমানে উইকিপিডিয়ার বিভিন্ন নীতিমালা সম্বন্ধে ধারণা রয়েছে। দেখা যায় যে, বাংলা উইকিপিডিয়ার অনেক নিবন্ধের অমীমাংসিত সম্পাদনাসমূহ অনেক সময় অপরীক্ষিত হিসেবেই পড়ে থাকে। এমনকি এই আবেদন করার পূর্ব মুহুর্ত পর্যন্ত বিশেষ:অমীমাংসিত পরিবর্তন পাতায় ১৪টির মতো সম্পাদনা অমীমাংসিত হিসেবে রয়েছে। এই অধিকারটি পেলে বাংলা উইকিপিডিয়ার অমীমাংসিত সম্পাদনাসমূহ পরীক্ষিত করার পাশাপাশি সুরক্ষা যুক্ত নিবন্ধসমূহে সম্পাদনা করার আগ্রহ আরো বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আশা করি বিবেচনায় নিবেন। ধন্যবাদ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan: ভাই, আবেদন করেছি প্রায় ২ দিন হলো, হয়তো আপনাদের নজরে আসে নি। কিছু একটা বলুন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]