বিষয়বস্তুতে চলুন

ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো. মাহমুদুল আলম (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:২০, ৬ জুন ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (নতুন পৃষ্ঠা: {{তথ্যছক কলেজ |name = ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল...)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা, রংপুর
ধরনএমপিও ভুক্ত[১]
স্থাপিত১ জানুয়ারি, ১৯৮২
প্রতিষ্ঠাতাআলহাজ ডা: মো: ছালামাতুল্লাহ চৌধুরী (১৯৩৫-২০০১)
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ(২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষআ ন ম হাদীউজ্জামান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫৫ জন
শিক্ষার্থী২৮৮০
ঠিকানা
খলিফাপাড়া রংপুর সিটি[২]
, ,
বাংলাদেশ
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল
ওয়েবসাইটwww.dsmkmrangpur.com

রংপুর বিভাগের রংপুর জেলার ব্যতিক্রম ধর্মীয় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসাটি [৩][৪] ১৯৮২ইং সালে স্থাপিত হয়।[৫] মাদ্রাসাটি বোর্ড পরীক্ষার ফলাফল ও শৃংখলার জন্য সমগ্র দেশের মধ্যে গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠাতা

মাদরাসাটি মরহুম আলহাজ্জ্ব ডাঃ সালামোতুল্লাহ চৌধুরীর (সাবেক সভাপতি) অবদানে প্রতিষ্ঠিত হয়।[৬]

প্রশাসনিক ইউনিট

সুযোগ্য গভর্নিং বডির নের্তৃত্বে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আ.ন.ম. হাদীউজ্জামান[৭] ও উপাধ্যক্ষঃ মো. মাহফুজুর রহমান সাদীর[৮] পরিচালনায় মাদরাসাটি দেশের মাদরাসা শিক্ষা বোর্ড ইসলামি আরবি বিশ্ববিদ্যালের শ্রেষ্ট্য মাদরাসাসমূহের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে।


মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস

মাদরাসা টি ০১/০১/১৯৮২ সালে খলিফাপাড়া জামে মসজিদ সংলগ্ন টিনসেডে ফোরকানিয়া মাদরাসা হিসাবে শুরু হয়। পরে মরহুম আলহাজ্জ্ব ডাঃ সালামোতুল্লাহ চৌধুরী উদ্দোগে দাখিল পর্যায়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। মাদরাসাটি অল্প কয়েক বছরের মধ্যে আলিম, ফাযিল, কামিলসহ দু’ বিষয়ে অনার্স শিক্ষা কার্যক্রম চালু হয়, যা মাদরাসা বোর্ড ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল। মাদরাসাটির একাডেমিক কার্যক্রম শুরুর সাল হচ্ছে-ইবতেদায়ী (১৯৮২), দাখিল (১৯৮৯), দাখিল বিজ্ঞান (১৯৯৩) আলিম (১৯৯৪), ফাযিল (১৯৯৬), আলিম বিজ্ঞান (১৯৯৭), কামিল হাদীস ও তাফসীর বিভাগ (২০০১), কামিল আদব ও ফিকহ বিভাগ (২০০৩) এবং অনার্স আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ (২০১০)।[৯][১০]

জমির পরিমাণ

মাদরাসাটি রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডে ১.৮৭ একর জমির উপর স্থাপিত। মাদরাসা চত্তর আছে-১.৩৫ একর এবং ছাত্রাবাস আছে-০.৫২ একর।[১১]

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসা

২০০৩ সালে অত্র মাদরাসাটি তার লেখাপড়ার মান, ভৌতিক অবকাঠামো, বোর্ড পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদরাসার গৌরব অর্জন করে।[১২]

ভবনের বিবরণ

মাদরাসাটিতে ৫টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি চারতলা।
  2. একাডেমিক ভবন-১টি তিন তলা, ১টি দুতলা ও ১টি চার তলা।
  3. ছাত্রাবাস ভবন-১টি তৃতল, ৪৯টি কক্ষে অবস্থানরত ছাত্র সংখ্যাঃ ১৬০জন।
  4. মসজিদ-১টি দুতলা।
  5. ওজুখানা-২টি একতলা।[১৩]

অন্যান্য

  1. বিজ্ঞানাগার-২টি
  2. শেখ রাসেল কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি [১৪]

মাদরাসার বৈশিষ্ট্য

  1. দ্বীনিশিক্ষার মাধ্যমে চরিত্রবান, আদর্শ ও আলোকিত জাতি গঠন করা।
  2. ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দেয়া।[১৫]
  3. শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের জ্ঞানের বিকাশের জন্য বাৎসরিক পত্রিকা বের করা।
  4. ডাইরী ও ফোনের মাধ্যমে অভিভাবকগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ।
  5. দূরের ছাত্রদের জন্য আবাসিক হোস্টেলে থাকার ব্যবস্থা।
  6. প্রতি শ্রেনিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা।
  7. মোবাইল ম্যাসেজের মাধ্যমে ছাত্র-ছাত্রীর সাথে যোগাযোগ।[১৬]


প্রকাশনা

২০০৩ সাল থেকে প্রতিবছর “আলোর দিশারী” নামে একটি ম্যাগাজিন বের হয়। এখানে প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া, রম্যরচনা ইত্যাদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পাদিত হয়।[১৭]

শিক্ষক, কর্মচারী ও ছাত্র সংখ্যা

মাদরাসায় ৪৪ জন শিক্ষক, ১১ জন কর্মচারী এবং ২৮৮০ জন ছাত্র-ছাত্রী আছে।

পোশাক

ছাত্রের জন্য সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।

মডেল মাদরাসা হিসাবে স্বীকৃতি

মাদরাসার ভৌতিক অবকাঠামো, লেখাপাড়ার মান, বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সরকার মাদরাসাটিকে ২০০৭ সালে মডেল মাদরাসা হিসাবে নির্বাচিত করে।[১৮]

সাংস্কৃতিক কর্মকান্ড

মাদাসারা অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল

প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ১০০% পাশসহ ‘টপ টেন’ এর মধ্যে থাকে।২০১৩ সালে এবতেদায়ি সমাপনি পরীক্ষায় সমগ্র দেশের মধ্যে ১৯তম স্থান, জেডেসি পরীক্ষায় ৫ম স্থান, দাখিল পরীক্ষায় ১১তম স্থান, আলিম পরীক্ষায় ৪র্থ স্থান অর্জন করে। ২০১৪ সালে জেডেসি পরীক্ষায় দেশের মধ্যে ৫ম স্থান, দাখিল পরীক্ষায় ৮ম স্থান এবং আলিম পরীক্ষায় ৯ম স্থান অর্জন করে।[১৯][২০][২১]

উল্লেখযোগ্য ছাত্র

মো. আমিনুল ইসলাম (সহযোগি অধ্যাপক, Sociology বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা)[২২], মো. মাহবুবুর রহমান (চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, টাঙ্গাইল)[২৩], আবু নাইম মো. শহীদুল ইসলাম (সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর)[২৪]

যোগাযোগ

ডাক : উপশহর, (রংপুর ক্যান্ট চেকপোস্টের পাশে খলিফাপাড়া), রংপুর। ই-মেইলঃ satgara_model@yahoo.com ফেসবুক : https://www.facebook.com/SatgaraMadrasah/

তথ্যসূত্র

  1. https://drive.google.com/drive/folders/1wXkNkkozypwaNpoGpgPM78BzNv-UKVKc
  2. https://eduportalbd.com/list-of-all-kamil-madrasa-in-bangladesh-বাংলাদেশের-সকল-কামি/#gsc.tab=0
  3. http://www.rangpur.gov.bd/site/education_institute/0fa4adea-f945-11e9-86f7-ecf4bb44eca4/ধাপ%20সাতগাড়া%20বায়তুল%20মুকাররম%20মডেল%20কামিল%20মাদরাসা
  4. http://www.banbeis.gov.bd/site/page/1eee0208-e4c9-4930-986a-16793c4c48da/মাদ্রাসার-তালিকা
  5. আলোর দিশারী, সম্পাদনা পরিষদ,ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসা, ২০০৮ খৃ. পৃ. ৩১।
  6. আলোর দিশারী, (২০০৮), পৃ. ৩১।
  7. https://dsmkmr.edu.bd/principal/
  8. https://dsmkmr.edu.bd/vice-principal/
  9. আলোর দিশারী (২০১৭), পৃ. ১০৬।
  10. http://127450.ebmeb.gov.bd/2100/history-of-institution.html
  11. http://127450.ebmeb.gov.bd/2100/history-of-institution.html
  12. http://127450.ebmeb.gov.bd/2100/history-of-institution.html
  13. http://127450.ebmeb.gov.bd/2500/asset.html
  14. http://127450.ebmeb.gov.bd/2500/asset.html
  15. https://dsmkmr.edu.bd/online-class/
  16. মাদরাসার ডায়রী (২০২১), পৃ.২।
  17. http://127450.ebmeb.gov.bd/5400/publication.html
  18. মাদরাসার ডায়রী (২০২১), পৃ.২।
  19. আলোর দিশারী (২০১৭), পৃ. ১০৫
  20. https://dsmkmr.edu.bd/board-results-summery/
  21. http://127450.ebmeb.gov.bd/8200/public-exam-result.html
  22. https://jnu.ac.bd/profile/portal/web/44
  23. http://tangail.judiciary.org.bd/বিচারকবৃন্দ/জেলা-জজ-আদালত-টাঙ্গাইল
  24. https://ccr.gov.bd/isstudies