বিষয়বস্তুতে চলুন

পাকুরিয়া শরীফ কছিমিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো. মাহমুদুল আলম (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৪৩, ২৪ জুন ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (নতুন নিবন্ধ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

পাকুরিয়া শরীফ কছিমিয়া সিনিয়র ফাযিল মাদরাসা, রংপুর
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৫৭; ৬৭ বছর আগে (1957-01-01)
প্রতিষ্ঠাতাআফজালুল হক পীর সাহেব
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষআব্দুল ওহাব
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৪ জন
শিক্ষার্থী৬০০
ঠিকানা
পাকুরিয়া শরীফ, গংগাচড়া উপজেলা
, ,
বাংলাদেশ
ইআইআইএন১২৭২৭৪
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

পাকুরিয়া শরীফ কছিমিয়া সিনিয়র ফাযিল মাদরাসা রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[১]

ইতিহাস

মাদরাসাটি ১৯৫৭ সালে পীর আফজালুল হক তার পিতা পীর কছিম উদ্দিনের নামে পাকুরিয়া শরীফ গ্রামে প্রতিষ্ঠা করেন। মাদরাসায় প্রথম সুপারের দায়িত্ব পালন করেন মাওলানা সাইফুল ইসলাম। মাদরাসাটি ১৯৬০ সালে দাখিল এবং ১৯৬৩ সালে আলিম খোলার অনুমতি পায়। পরে মাদরাসায় ফাযিল খোলা হয়। এ মাদরাসার লাইব্রেরীতে অনেক দুস্প্রাপ্য গ্রন্থ আছে। এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজিরুল্লাহ একজন আল্লাহর অলি ছিলেন।[২]


জমির পরিমাণ

মাদরাসাটি ২.০৭ একর জমির উপর স্থাপিত। মাদরাসার ১০.৩৩ একর জমি বাইরে আবাদি হিসাবে আছে।[৩]

ভবনের বিবরণ

মাদরাসাটিতে ৩টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-২টি।

অন্যান্য

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি

পোশাক

ছাত্রের জন্য সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।

সাংস্কৃতিক কর্মকান্ড

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল

প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে ৯৬% এবং আলিমে ১০০% পাশ করে।


তথ্যসূত্র

  1. "PAKURIA SHARIF SE. FAZIL MADRASAH"127274.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪ 
  2. আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ। পৃষ্ঠা ১১৪। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯২৩-৪৫-০ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  3. "PAKURIA SHARIF SE. FAZIL MADRASAH"127274.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪