বিষয়বস্তুতে চলুন

মৌভাষা ফাযিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো. মাহমুদুল আলম (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:০১, ২৪ জুন ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (নতুন নিবন্ধ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মৌভাষা ফাযিল (ডিগ্রী) মাদরাসা, রংপুর
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৪৮; ৭৬ বছর আগে (1948-01-01)
প্রতিষ্ঠাতাশাহ আব্দুল হাকিম
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
অধ্যক্ষআব্দুল লতিব
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৫ জন
শিক্ষার্থী৭০০
ঠিকানা, ,
বাংলাদেশ
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ইসলামি সংগীত

মৌভাষা ফাযিল (ডিগ্রী) মাদরাসা রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা।[১]

ইতিহাস

এই মাদরাসাটি ১৯৪৮খ্রি. মাও. শাহ মো. আব্দুল বাকির উদ্যোগে লাখেরাজটারীতে প্রতিষ্ঠিত হয়। তিনিই প্রথম প্রধানের দায়িত্ব পালন করেন। মাদরাসাটি আব্দুর রহমান, আজিজুদ্দিন খলিফার দান করা .৭৮ একর জমির উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি তাঁরাই ধাপে ধাপে ফাযিল পর্যন্ত উন্নিত করে। পাকিস্তান আমলের দালান কোটায় বর্তমানে মাদরাসাটি ফাজিল শ্রেণী পর্যন্ত চালু আছে।[২]

ভবনের বিবরণ

মাদরাসাটিতে ৪টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-২টি। এখানে ৪তলা বিশিষ্ট ১টা ভবনের কাজ চলমান।

অন্যান্য

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি

পোশাক

সাংস্কৃতিক কর্মকান্ড

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী জাতীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত ও খেলাধুলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল

প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।


তথ্যসূত্র

  1. "গংগাচড়া উপজেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৪ 
  2. আলম (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ। পৃষ্ঠা ১১৪। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯২৩-৪৫-০ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)