বিষয়বস্তুতে চলুন

পীরেরহাট রহমানিয়া ফাযিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো. মাহমুদুল আলম (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৫০, ২৮ জানুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (নতুন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

পীরেরহাট রহমানিয়া ফাযিল মাদরাসা, রংপুর
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৬১; ৬৩ বছর আগে (1961-01-01)
অধিভুক্তিইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬ – ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬ – বর্তমান)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৪ জন
শিক্ষার্থী৬০০+ জন
ঠিকানা
পীরেরহাট, গোপালপুর, পীরগঞ্জ উপজেলা
, ,
ইআইআইএন১২৭৮৯১, মাদ্রাসা কোড- ১৪৪৩০
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

'পীরেরহাট রহমানিয়া ফাযিল মাদরাসা রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের একটি ফাযিল মাদ্রাসা[১][২]

ইতিহাস

১৯৬১ সালে মাদ্রাসাটি ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে চালু হয়। প্রথম মাদ্রাসাটি নিজস্ব জমিতে স্থাপন করেন। অনেকে মাদ্রাসাটিকে আলিয়া শিক্ষাধারায় উন্নতি করতে উদ্দোগ গ্রহণ করে। মাদ্রাসাটি সালে দাখিল, সালে আলিম এবং সালে ফাযিল থোলার অনুমতি পায়। বর্তমানে মাদ্রাসাটি এমপিওভুক্ত।

ভবনের বিবরণ

মাদরাসাটি র প্রায় ১.৯৯ একর জমির উপর স্থাপিত। মাদরাসার বাইরেও অনেক জমি আবাদি হিসাবে আছে। মাদরাসাটিতে ৪টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি।
  2. একাডেমিক ভবন-৩টি।

অন্যান্য

  1. বিজ্ঞানাগার-১টি
  2. কম্পিউটার ল্যাব-১টি
  3. পাঠাগার- ১টি
  4. শিক্ষক কন্ফারেন্স রুম ১টি।


পোশাক

ছাত্রের জন্য সাদা পায়জামা, আকাশি রঙের পাঞ্জাবি, সাদা টুপি ও সাদা জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না।

সাংস্কৃতিক কর্মকান্ড

মাদাসার অনেক ছাত্র-ছাত্রী স্থানীয় পর্যায়ে রচনা, ইসলামি সংগিত, কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।

ফলাফল

সুযোগ্য গভর্নিং বডির পরিচালনায়[৩] প্রতিবছর মাদরাসাটি বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ২০২০ সালে জেডেসিতে ১০০%, দাখিলে প্রায় ১০০% এবং আলিমে ১০০% পাশ করে। ২০২১ সালে দাখিলে ৯৩.৭৫ জন পাশ করে।[৪]

তথ্যসূত্র

  1. "Pirerhat Rahmania Fazil Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  2. "Pirerhat Rahmania Fazil Madrasah ( EIIN 127891 ) - Eduportalbd.com"locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  3. "গভর্নিং বডি – রংপুর – Islamic Arabic University"iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮ 
  4. "PIRERHAT RAHMANIA SE. FAZIL MADRASAH"127891.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮