বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা

আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা MdsShakil (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:২০, ১৫ আগস্ট ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎সংস্করণ লুক্কায়িত করার অনুরোধ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৯ মাস আগে "পাতা সুরক্ষা" অনুচ্ছেদে
আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
নতুন অবদানকারীর সাহায্য পাতা
নতুন অবদানকারীদের সাহায্য
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


নবাগতদের জন্য নতুন নিবন্ধ

গ্রোথ দল একটি প্রকল্প নিয়ে ভাবছে,যার মাধ্যমে নতুন অবদানকারীদেরকে নিবন্ধ তৈরির ক্ষেত্রে ভালো দিকনির্দেশনা দেয়া হবে। আমাদের আশা হলো নিবন্ধ তৈরির ক্ষেত্রে কাঠামোবদ্ধ নির্দেশনার মাধ্যমে নবাগতরা কম মানসম্মত নিবন্ধ তৈরি করা কমাবে, এবং পরীক্ষকদের কাজেও সুবিধা হবে। ২০২২ সালে স্বাগত জরিপে অংশ নেয়াদের মধ্যে দেখা গেছে প্রায় ২৮% নতুন অ্যাকাউন্ট তৈরিকারীগণ নিবন্ধ তৈরি করতে চায়। অথচ এই নবাগতরা উইকিপিডিয়ার নীতিমালা, উল্লেখযোগ্যতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, স্বার্থের সংঘাত ইত্যাদি সম্পর্কে অবগত নন। পরবর্তী নিবন্ধ অপসারিত হলে এই নবাগতরা রাগ বা হতাশ হয়ে পড়েন। এর কারণ তারা হয়ত সঠিক নির্দেশনা পাচ্ছেন না। এর ফলে নিবন্ধ পেট্রোলারদের কাজ বেড়ে যায়, এবং তাদের মন্তব্য হয়ত নবাগতরা ভালোমত নিতে পারেন না।

যদিও এই প্রকল্পের খুঁটিনাটি বিষয় এবং গ্রোথ দলের বার্ষিক অধিক গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা এখনো বিবেচনাধীন, আমরা নতুন অবদানকারীদের নিবন্ধ সৃষ্টির ধাপ নিয়ে কাজ করার কথা ভাবছি। একটি পদক্ষেপ হতে পারে সম্প্রদায় কর্তৃক পরিবর্তনযোগ্য "নিবন্ধ উইজার্ড" তৈরি, যা ২০২৩ সম্প্রদায়ের কাঙ্ক্ষিত তালিকা জরিপে ২৬তম হয়েছে। আমরা এই পরিকল্পনাটি সম্প্রদায়ের মতামতের ভিত্তিতে করতে চাই, তবে এক্ষেত্রে বৈশিষ্ট্যটি:

  • সম্প্রদায় কর্তৃক কনফিগার করা যেতে হবে, যেন প্রতিটি সম্প্রদায় তাদের প্রয়োজন মোতাবেক পরিবর্তন করতে পারে।
  • এই বৈশিষ্ট্য নবাগতদের মানসম্পন্ন নিবন্ধ তৈরি এবং তাদের অভিজ্ঞতা ভাল করার ক্ষেত্রে কাজ করবে।
  • এই বৈশিষ্ট্য স্বয়ংক্রিয় পরীক্ষক, প্রশাসক, ইত্যাদি পরিদর্শনকারীদের কাজ কমাবে।

আমরা আপনার থেকে জানতে চাই:

  1. আপনার কি মনে হয় এই প্রকল্প বাংলা উইকিপিডিয়ার পেট্রোলারদের সহায়তা করবে?
  2. এই ভাবনার মানোন্নয়ন নিয়ে আপনার কোনো পরামর্শ আছে?
  3. এই পরিকল্পনার কোনো দিক নিয়ে কি আপনি চিন্তিত, বা এড়িয়ে যাওয়া উচিত মনে করেন?

নাকি আপনি সম্পূর্ণ ভিন্ন প্রকল্প নিয়ে ভাবছেন? লক্ষ্য করুন যে সম্প্রসারিত অধিকারবিশিষ্ট অবদানকারীদের অভিজ্ঞতার মানোন্নয়ন সরঞ্জাম নিয়ে ফাউন্ডেশনের একাধিক দল কাজ করছে। Ankan (WMF) (আলাপ) ১৮:০৮, ২৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Ankan (WMF), আমার মনে হয় এ ব্যাপারে এ রকম করা যায় কিনা যে, মেন্টর যদি আওতায় থাকা কোন নতুন ব্যবহারকারীর সম্পাদনার ইতিহাস দেখে নিশ্চিত হন যে ঐ ব্যবহারকারী নতুন নিবন্ধ তৈরির জন্য প্রস্তুত (অর্থাৎ, তিনি জানেন উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতা কি? এবং বিশ্বকোষীয় রচনার ধাপ কেমন হয়? ইত্যাদি) তাহলে মেন্টর ঐ ব্যবহারকারীর জন্য ফিচারটি আনলক করে দিতে পারেন। তাহলে পেট্রোলারদের সমস্যা হবে না। কৃষক ০৭:৩৫, ১৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ:BlockedExternalDomains

প্রশাসকবৃন্দ, উপরের বার্তা অনুসারে মিডিয়াউইকি:Spam-blacklist পাতার লিংকগুলো MediaWiki:BlockedExternalDomains.json পাতায় নিয়েছি। এখন থেকে Special:BlockedExternalDomains পাতার মাধ্যমে সহজে ওয়েবসাইট কালো তালিকাভুক্ত করা যাবে। এতে সুবিধা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন না জানলেও চলবে, দুর্ঘটনাক্রমে সাইটের ক্ষতিসাধন এড়ানো যাবে এবং অন্য একটি পাতায় লগ রাখার ঝামেলা থাকবে না। আরেকটা সুবিধা হচ্ছে এই লিংকগুলো কেউ ব্যবহারের চেষ্টা করলে তার লগ (বিশেষ:লগ/abusefilterblockeddomainhit) থাকবে। যেহেতু আমাদের সাদা তালিকা (MediaWiki:Spam-whitelist) নেই, তাই এটি অবিতর্কিত পরিবর্তন। একারণে আলোচনা না করেই এই সুবিধায় স্থানান্তর করেছি। আশা করি, কারো আপত্তি নেই। এখন থেকে প্রশাসকদের Special:BlockedExternalDomains ব্যবহারের অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:১২, ২১ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫১, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সংস্করণ অপসারণ ও বাধা দিন

37.111.245.75 (আলাপ • অবদান • অপসারিত অবদান • গণ-অপসারণ • লগ • অপব্যবহার লগ • বাধাদান • বাধাদান লগ)

উক্ত আইপি থেকে করা সব সম্পাদনার (বার্তা রাখার সময় ৩টি) সংস্করণ পরীক্ষা করে মুছুন। → Tanbiruzzaman 💬 ১৯:১৪, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

 করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ১৯:২৩, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৯:২৩, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

খসড়া নামস্থান নিয়ে আলোচনা সমাপ্তের অনুরোধ

খসড়া নামস্থান নিয়ে আলোচনা মোটামোটি সমাপ্ত হয়েছে। বেশিরভাগ সম্পাদক পক্ষে মতামত রাখার ও যুক্তি দেওয়ায়, খসড়া নামস্থান চালুর অনুরোধ করছি। —মহাদ্বার আলাপ ১৬:৪৯, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@প্রশাসক: -দের অনুরোধ করছি নামস্থানটা চালু করার জন্য! এতে ব্যবহারকারীদের সুবিধাই হবে! ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৪৪, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়ার আলোচনাগুলো কোন ভোটাভোটি নয়, আলোচনায় ঐক্যমত্য রয়েছে কিনা সেটা যাচাই করা হয়। আলোচনায় উস্থাপিত উদ্বেগ ও সমস্যাগুলো কীভাবে সমাধান হবে সেগুলোর উপায় বের করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫০, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@DeloarAkram, @Greatder: বাংলা উইকিতে স্বেচ্ছাসেবক খুব কম, বাংলা উইকিতে বহু কিছু থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবকের অভাবে তা প্রায় একপ্রকার অ-কার্যকর পড়ে আছে। বাংলা উইকির অধিকাংশ বিষয় আপনি, আমি মিলে হাতেগোনা সেই ১০-১৫ জনকেই ঘুরে ফিরে সামাল দিতে হয়। এমন অবস্থায় সত্যি বলতে সাহস হচ্ছে না। বাংলা উইকিপিডিয়ায় প্রায় ২০ হাজার অসম্পূর্ণ নিবন্ধ পড়ে আছে। এগুলি নিয়ে বলত গেলে কেউই কাজ করে না (কালেভদ্রে ব্যতীত)। আমার আশঙ্কা খসড়া নামস্থান চালু হলে না জানি আবার একই রকম ঘটে।
যাইহোক বর্তমানে যতক্ষণ খসড়া নামস্থান না চালু হচ্ছে, ততক্ষণ বিভিন্নভাবে কাজ করা যায়। যেমন খেলাঘরে লিখে সম্পন্ন করে প্রকাশ করা, কিংবা সরিসরি প্রকাশ করে 'কাজ চলছে' লাগিয়ে তাতে কাজ করা। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৩, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, @MdsShakil যুক্তি-তর্ক করা যায় সারাদিন ধরে, তবে ভালো লাগেনা! এই আরকি। এখানে en:Category:All stub articles ২৩ লক্ষ নিবন্ধ পরে আছে। উইকিপিডিয়ায় জমা কাজ থাকবে এটাই স্বাভাবিক, শুধু খেয়াল রাখতে হবে অপব্যবহার হচ্ছে নাকি? অপব্যবহার না হলে অসুবিধা কি?
শাকিল ভাইয়ের পূর্বের আলোচনার উদ্বেগ ও যুক্তি ছিলো, ইংরেজি উইকিতে স্বয়ংনিশ্চিতকৃত নয় এমন ব্যবহারকারীদের মূল নামস্থানে নিবন্ধ তৈরি করতে বাধা দেয়, এইজন্য ইংরেজি উইকিতে ড্রাফটে পাতা তৈরি হয়ছে। এছাড়াও উপপাতায় ওয়েবহোস্ট মুছে দেওয়ার কথা বলেছেন। আমিও এই একই কথা বলছি, আমাদের নতুন ব্যবহারকারীদের অনুপযুক্ত পাতা ড্রাফটে পাঠানো যাবে ইংরেজি উইকির মত, এতে করে নতুন ব্যবহারকারীরা উপপাতায় বেশি ওয়েবহোস্ট করার সুযোগ পাবেনা। এতে ওয়েবহোস্ট কমে যাবে। ড্রাফট পাতা মূলত বাংলা উইকি হোক ইংরেজি উইকি হোক এটা হলো নতুন ব্যবহারকারীদের জন্য। পুরাতন ব্যবহারকারী তো সরাসরি নামস্থানেই কাজ চলছে ট্যাগে বা নিজ উপপাতায় কাজ করতে পারে, যা নতুন ব্যবহারকারীদের জন্য কিছুটা অসুবিধা হয়ে যায়। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৮:২৪, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান,@MdsShakil খসড়া একারণে চালু করতে বলেছি যে আমি যদি কোনো নিবন্ধ উন্নয়নের কথা ভুলে যাই এবং তা যদি উন্নত অবস্থায় না থাকে, তবে ৬ মাস পরে তা স্বয়ং মুছে ফেলাই শ্রেয়। এই ২০ হাজার অসম্পূর্ণ নিবন্ধে যদি কেউ কাজ না করে তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত, তাতে প্রশাসকদের কাজও কমতো আর নিবন্ধের সাধারণ মান বৃদ্ধি পেত। —মহাদ্বার আলাপ ০৬:৫৮, ১৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সংস্করণ লুক্কায়িত করার অনুরোধ

Special:Diff/6845645, অপমানজনক। — হাসিব (আলাপ) ১৮:২৩, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

 করা হয়েছেYahya (আলাপ) ১৮:২৫, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। Yahya (আলাপ) ১৮:২৬, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পাতা সুরক্ষা

সুরক্ষিত করতে হবে - বাংলাদেশের জাতীয় শোক দিবস।

বাঁধা দিতে হবে - ব্যবহারকারী আলাপ:103.112.54.214 ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০১:১৫, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি) (ব্যবহারকারী আলাপ পাতা থেকে স্থানান্তরিত)উত্তর দিন

 করা হয়েছে। প্রশাসনিক কোন অ্যাকশনের অনুরোধের জন্য প্রশাসকদের আলোচনাসভা ব্যবহার করার অনুরোধ থাকবে —শাকিল (আলাপ · অবদান) ০৪:২০, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এই আলোচনাটি সমাপ্ত হয়েছে এবং ৫ দিন পর সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। আপনি যদি সম্মত না হোন, তাহলে এই টেমপ্লেটটি অপসারণ করুন। —শাকিল (আলাপ · অবদান) ০৪:২০, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন