বিষয়বস্তুতে চলুন

কুরিয়ার সার্ভিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পশ্চিম চীনের একজন ইয়া-ইয়েহ বা ইয়ামেন রানার, ১৯১৫

কুরিয়ার সার্ভিস একধরণের প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একজন কর্মচারী, বা একজন ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে খবর, পোটলা অথবা চিঠি, একজায়গা বা একব্যক্তির নিকট থেকে নিয়ে অন্য জায়গা বা অন্য ব্যক্তির নিকট পৌঁছে দেন।

সংজ্ঞা[সম্পাদনা]

'কুরিয়ার সার্ভিস' এমন কোম্পানি বা প্রতিষ্ঠান বা ব্যক্তি যিনি মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩ এর অধীন অন বোর্ড ও আন্তর্জাতিক লাইসেন্সপ্রাপ্ত।

অন্যভাবে বলতে গেলে কুরিয়ার সার্ভিস এমন একটি মাধ্যম, যারা বা যিনি কিছু অর্থিক সুবিধার বিনিময়ে এক ব্যক্তির বার্তা বা জিনিসপত্র অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পৌঁছে দেয়।

সহজ কথায় কারো কোন জিনিস এক শহর বা দেশ থেকে অন্য শহর বা দেশে সহজেই পৌঁছে দেয়ার সুবিধার নামই কুরিয়ার।

ইতিহাস[সম্পাদনা]

জাপানি সামরিক বাইক কুরিয়ার কোস্যাকস (১৯০৪)। পায়ে হেঁটে, সামরিক কুরিয়ার রানার হিসাবে পরিচিত।

প্রাচীনকালের মানুষের মাঝে কুরিয়ার সার্ভিসের প্রচলন ছিল। তখন শুধু বিভিন্ন রাজা বাদশা, কবি সাহিত্যিকরা বিভিন্ন রাজা বাদশা বা ব্যক্তির নিকট বিভিন্ন বার্তা বা উপহার পাঠাতেন। তখনকার সার্ভিসগুলো ছিল পাঁয়ে হেঁটে, পোষা কবুতর ও ঘোড়সওয়ার এর মাধ্যমে। জেনোফোন (Xenophon) সর্ব প্রথম কুরিয়ার সার্ভিস ব্যবহার করেন। তিনি পারস্য যুবরাজ সাইরাস দ্য ইয়ংগার (Cyrus the Younger) কে সর্ব প্রথম কুরিয়ার ব্যবহার করে বার্তা অথবা কোন উপহার সামগ্রী পাঠিয়েছিলেন।

ধরন[সম্পাদনা]

কুরিয়ার সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান।

১. বাইসাইকেল কুরিয়ার

২. এয়ার কুরিয়ার [১]

৩. পায়ে হেটে কুরিয়ার (বর্তমানে অনুপস্থিত)

৪. পোষা কবুতরের মাধ্যমে বার্তা প্রেরণ

ডিএইচএল ইন্টারন্যাশনালের (একটি আন্তর্জাতিক কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান) ডেলিভারি ভ্যান।

সেবা[সম্পাদনা]

১. চিঠিপত্র আদান-প্রদান

২. নগদ টাকা আদান প্রদান

৩. ডকুমেন্টস আদান-প্রদান

৪. কাপড় বা পোশাক

৫. আসবাবপত্র আদান-প্রদান সহ বিভিন্ন মূল্যবান দ্রব্য

বাংলাদেশের কুরিয়ার সার্ভিস[সম্পাদনা]

১. সুন্দরবন কুরিয়ার সার্ভিস

২. কন্টিনেন্টাল কুরিয়ার

৩. করতোয়া কুরিয়ার এন্ড পার্সেল

৪. জননী কুরিয়ার এক্সপ্রেস

৫. এসএ পরিবহন

৬.ই-ডাক কুরিয়ার

গ্যালারী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]