বিষয়বস্তুতে চলুন

মিকায়েল সিলভেস্ত্র্‌

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মিকায়েল সিলভেস্ত্রে থেকে পুনর্নির্দেশিত)
মিকায়েল সিলভেস্ত্র্‌
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মিকায়েল স্যামি সিলভেস্ত্র্‌
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্ডার, লেফট ব্যাক, সেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ২৭
যুব পর্যায়
১৯৯৪–১৯৯৫ রেন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৫–১৯৯৮
১৯৯৮–১৯৯৯
১৯৯৯–
রেন
ইন্টারন্যাজিওনালে
ম্যানচেস্টার ইউনাইটেড
0৪৯ (০)
0১৮ (১)
২৪৭ (৬)
জাতীয় দল
২০০১– ফ্রান্স 0৪৪ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 20 May 2007 (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 12:00, 6 May 2006 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

মিকায়েল সিলভেস্ত্র্‌ (জন্ম আগস্ট ৯, ১৯৭৭) একজন ফরাসি ফুটবলার, যিনি মূলত একজন ডিফেন্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে খেলে থাকেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন।

১৯৯৫/৯৬ মৌসুমে ফরাসি ক্লাব রেন-এর পক্ষে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। ক্লাবে থাকাকালীন সময়ে তার সুনাম চারদিকে ছড়িয়ে যায় এবং তিনি বিখ্যাত ইতালীয় দল ইন্টারনাৎসিওনালে মিলানোর (ইন্টার মিলান) সাথে ১৯৯৭/৯৮ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন। ইন্টারের সাথে তিনি ১৮টি লিগ ম্যাচ ও ৬টি ইউরোপীয় খেলায় অংশ নেন। ১৯৯৯ সালের ১০ সেপ্টেম্বর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ৪ মিলিয়ন পাউন্ডের দলবদল ফি-র বিনিময়ে চুক্তিবদ্ধ হন।

সিলিভেস্ত্র্‌ সেন্টার-ব্যাক বা বাম ফুল-ব্যাক হিসেবেই সাধারণত খেলে থাকেন। তবে তিনি সেন্টার-ব্যাক হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] সিলিভেস্ত্রের সবচেয়ে বড় গুণ হচ্ছে তার দৌড়ানোর গতি। তিনি প্রায়ই গোলের সুযোগ তৈরি করে দেন। তার স্ত্রীর নাম সেভরিন এবং এই দম্পতির একমাত্র মেয়ে সন্তান ক্লিও (অক্টোবর ২৭, ২০০৩)।

বহিঃসংযোগ[সম্পাদনা]