বিষয়বস্তুতে চলুন

সারপুকুর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শরপুকুর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
সারপুকুর ইউনিয়ন
ইউনিয়ন
৪নং সারপুকুর ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলালালমনিরহাট জেলা
উপজেলাআদিতমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল২০০৫ইং
আয়তন
 • মোট১৭.২৫ বর্গকিমি (৬.৬৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৪২,০৮১
 • জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৯০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

সারপুকুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৪৪.৬৮ কিমি২ (১৭.২৫ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪২,০৮১ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৩৪টি ও মৌজার সংখ্যা ১০টি।[৩]

নামকরণ[সম্পাদনা]

সারপুকুর মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় সারপুকুর ইউনিয়ন।

অবস্থান[সম্পাদনা]

অত্র ইউনিয়নের দক্ষিনে-সাপ্টিবাড়ী, উত্তরেভেলাবাড়ী, পূর্বে পশ্চিম দৈলজোড়, এবং পশ্চিমে আদিতমারী ।[৪]


গ্রাম ও মৌজা[সম্পাদনা]

মৌজার সংখ্যা: ১০টি গ্রামের সংখ্যা:৩৪টি । [৪]

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • কবরস্থান = ২ টি
  • ঈদগাহ-৪৫টি
  • ক্রীড়া সংগঠন-১টি
  • এনজিও : আশা, আরডিআরএস, ব্রাক, ঠেংগামারা, গ্রামীনব্যংক ইত্যাদি।[৪]

শিক্ষা[সম্পাদনা]

  • উচ্চ বিদ্যালয় = ৪ টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় : ২৩ টি
  • মাদ্রাসা = ৩ টি। [৪]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

পাটগ্রাম মহা সড়কসংল্গ সাপ্টিবাড়ী হইতে মাত্র তিন কি.মি উত্তরে সারপুকুর ইউনিয়নটি অবস্থিত। আদিতমারী উপজেলার হইতে প্রায় ০৪কিঃমিঃপূর্বদিকে এই ইউনিয়নটি অবস্থিত।।[৪]

প্রখ্যাত ব্যক্তি[সম্পাদনা]

দর্শনীয় স্থান সমূহ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সারপুকুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. ইউনিয়ন, সারপুকুর (৩১ জুলাই ২০২১)। "সারপুকুর ইউনিয়ন"সারপুকুর ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১