বিষয়বস্তুতে চলুন

সাপ্টিবাড়ী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাপটিবাড়ী ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
সাপ্টিবাড়ী ইউনিয়ন
ইউনিয়ন
৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলালালমনিরহাট জেলা
উপজেলাআদিতমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১১.৩০২ বর্গকিমি (৪.৩৬৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৪,০৫২
 • জনঘনত্ব৩,০০০/বর্গকিমি (৭,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

সাপ্টিবাড়ী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ১১.৩০২ বর্গকিমি এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৪,০৫২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৯টি ও মৌজার সংখ্যা ৬টি।[৩]

নামকরণ[সম্পাদনা]

সাপ্টিবাড়ী মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় সাপ্টিবাড়ী ইউনিয়ন।

অবস্থান[সম্পাদনা]

এ ইউনিয়নের পাশাপাশি সারপুকুর ভেলাবাড়ী ও মগলহাট ইউনিয়ন পরিষদ আছে।[৪]

গ্রাম ও মৌজা[সম্পাদনা]

মৌজার সংখ্যা: ৬টি

গ্রামের সংখ্যা:[৪]

  1. দুরারকুটি
  2. পূর্বদৈলজোড়
  3. পূর্বদৈলজোড়
  4. পশ্চিমদৈলজোড়
  5. খাতাপাড়া
  6. খাতাপাড়া
  7. নায়েকগড়টারী
  8. গিলাবাড়ী
  9. সাপ্টিবাড়ী

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • মসজিদ =৬৩ টি
  • মন্দির =৪ টি
  • কবরস্থান = ৫ টি
  • শ্বশান = ১ টি
  • ঈদগাহ-২টি
  • ক্রীড়া সংগঠন-১টি
  • এনজিও : ১০ টি।
  • ব্যাংক-২টি-রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও গ্রামীন ব্যাংক।
  • রেলপথ = ৩ কি.মি.
  • ডাকঘর= ১ টি
  • হাট-বাজার = ২টি, সাপ্টিবাড়ী হাট-বাজার ও দুরারকুটি হাট বাজার
  • বিল= ৫ টি।[৪]

শিক্ষা[সম্পাদনা]

  • মহাবিদ্যালয় = ৩ টি
  • উচ্চ বিদ্যালয় = ৩ টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৮ টি
  • বেসরকারী প্রাথমিক বিদ্যালয়= ২ টি
  • সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়= ০১টি
  • বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় = ০১টি
  • মাদ্রাসা = ৪ টি
  • মক্তব = ২৫ টি। [৪]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

লালমনিরহাট জেলা শহর থেকে আদিতমারী রোডস্থ প্রায় ৪ কি.মি. পশ্চিমে অবস্থিত। লালমনিরহাট মিশনমোড় থেকে রিক্সা বা অটোরিক্সায় উঠে মাত্র ১০ টাকা ভাড়ায় সাপ্টিবাড়ী হাই স্কুলের পাশে পুরাতন ইউনিয়ন পরিষদে আসা যায়।[৪]

জমি সংক্রান্ত[সম্পাদনা]

  • এক ফসলা আবাদী জমি = ২১০ একর,
  • দুই ফসলা আবাদী জমি = ১০৩৩ একর
  • তিন ফসলা আবাদী জমি=৭৭৩ একর
  • অনাবাদী জমি ১০৩৩.৪৮ একর
  • পতিত পসলি জমি= ০.৪৪ এক।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাপ্টিবাড়ী ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. ইউনিয়ন, সাপ্টিবাড়ী (৩১ জুলাই ২০২১)। "সাপ্টিবাড়ী ইউনিয়ন"সাপ্টিবাড়ী ইউনিয়ন। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১