বিষয়বস্তুতে চলুন

পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হিডকো থেকে পুনর্নির্দেশিত)
পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা
শিল্পপরিকাঠামো উন্নয়ন
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
পশ্চিমবঙ্গ, ভারত
পরিষেবাসমূহআবাসন পরিকাঠামো উন্নয়ন
মালিকপশ্চিমবঙ্গ সরকার
মাতৃ-প্রতিষ্ঠানপশ্চিমবঙ্গ সরকার
ওয়েবসাইটwww.wbhidcoltd.com

পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা বা হিডকো হল একটি সরকারি সংস্থা যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আবাসন, প্রকল্প, উদ্যান, জাদুঘর এবং সাবওয়ে ও উড়ালপুল সহ বিভিন্ন নির্মাণকার্যের দায়িত্বপ্রাপ্ত। এটির প্রধান কার্যালয় রাজ্যের রাজধানী কলকাতা শহরের নিউ টাউন অঞ্চলে।[১] নিউ টাউন উপনগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পও এই সংস্থার হাতে ন্যস্ত। এই অঞ্চলের রাস্তাঘাট, পয়ঃপ্রণালী, জল সরবরাহ ব্যবস্থা, প্রধান সৌন্দর্যায়ন প্রকল্প ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি পরিকল্পনার ভিত্তিতে হিডকোই করেছে। আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির সাহায্যে এই অঞ্চলে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ক্যাম্পাস গড়ে তুলতেও হিডকো সাহায্য করেছে।

কলকাতা মিউজিয়াম অব মডার্ন আর্ট, প্রকৃতি তীর্থ,[২] কলকাতা আন্তর্জাতিক অর্থনীতি কেন্দ্র, রবীন্দ্রতীর্থ, নজরুলতীর্থ, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, এন-এস করিডোর, কনভেনশন সেন্টার প্রভৃতি প্রকল্পের কাজ হিডকো করেছে।

হিডকো ভবন, নারকেল বাগান, নিউ টাউন
রবীন্দ্রতীর্থ
নিউ টাউন ইকো পার্ক

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]