বিষয়বস্তুতে চলুন

কুক দ্বীপপুঞ্জ জাতীয় ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Cook Islands national cricket team থেকে পুনর্নির্দেশিত)
কুক দ্বীপপুঞ্জ জাতীয় ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅনুমদিত সদস্য (২০০০)
আইসিসি অঞ্চলপূর্ব-এশিয়া প্যাসিফিক
বিশ্ব ক্রিকেট লিগপঞ্চম
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক৩ ফেব্রুয়ারি ২০০১ বনাম v নিউজিল্যান্ড মাইওরি, মেলভিল পার্ক, অকল্যান্ড, নিউজিল্যান্ড
৩১ জুলাই ২০০৭ অনুযায়ী

কুক দ্বীপপুঞ্জ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড-এর অধীন কুক দ্বীপপুঞ্জ-এর প্রতিনিধিত্ব করে। তারা ২০০০ সালে আইসিসি-এর সদস্যপদ লাভ করে। [১]

তারা তাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘতায় ২০০১ সালের প্যাসিফিকা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মাধ্যমে। টুর্নামেন্টটিতে তারা ৮ দলের মধ্যে পঞ্চম হয়।[২] পরের বছর তারা ১ ধাপ এগিয়ে ৪র্থ হয়। [৩]

তারা ২০০৫ আইসিসি ইএপি ক্রিকেট কাপ-এ রানার্সআপ হয়ে ২০১১ বিশ্বকাপের বাছাইপর্বে প্রবেশ করে। এই ফল তাদের ২০০৬ আইসিসি ইএপি ক্রিকেট ট্রফি-তে স্থান দেয়, যেখানে তারা ফিজির কাছে পরাজিত হয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করে। এর ফলে তারা ২০০৭ সালের বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগ-এ অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]