মার্কোস সেনেসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Marcos Senesi থেকে পুনর্নির্দেশিত)
মার্কোস সেনেসি
২০২২ সালে বোর্নমাথের হয়ে সেনেসি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মার্কোস নিকোলাস সেনেসি বারোন
জন্ম (1997-05-10) ১০ মে ১৯৯৭ (বয়স ২৬)
জন্ম স্থান কোনকোর্দিয়া, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বোর্নমাথ
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
২০০৯–২০১৬ সান লোরেন্সো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৯ সান লোরেন্সো ৫১ (১)
২০১৯– ফেইয়ানর্ট ৮১ (৬)
জাতীয় দল
২০১৭ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (০)
২০১৯ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ (০)
২০২২– আর্জেন্টিনা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৩৪, ১৭ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩৪, ১৭ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মার্কোস নিকোলাস সেনেসি বারোন (স্পেনীয়: Marcos Senesi, স্পেনীয় উচ্চারণ: [mˈaɾkos senˈesi]; জন্ম: ১০ মে ১৯৯৭; মার্কোস সেনেসি নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব বোর্নমাথ এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৭ সালে, সেনেসি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মার্কোস নিকোলাস সেনেসি বারোন ১৯৯৭ সালের ১০ই মে তারিখে আর্জেন্টিনার কোনকোর্দিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

সেনেসি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় দুই বছরে ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২২ সালের ৫ই জুন তারিখে, ২৫ বছর ও ২৬ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী সেনেসি এস্তোনিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৬২তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২৫ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি আর্জেন্টিনা ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে সেনেসি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৭ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০২২
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]