বিষয়বস্তুতে চলুন

ওয়ালি রহমানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওয়ালি রহমানী থেকে পুনর্নির্দেশিত)
মুহাম্মদ ওয়ালি রহমানি
খানকাহ রহমানির সাজ্জাদা নাশিন
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৯৯১
পূর্বসূরীসাইয়েদ মিন্নাতুল্লাহ রহমানি
বিহার, উড়িষ্যাঝাড়খণ্ডের আমীরে শরীয়ত
সাধারণ সম্পাদক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
"অজানা"
সদস্য: বিহার বিধানসভা পরিষদ
কাজের মেয়াদ
১৯৭৪ – ১৯৯৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1943-06-05) ৫ জুন ১৯৪৩ (বয়স ৮১)
মৃত্যু৩ এপ্রিল ২০২১
ব্যক্তিগত তথ্য
ধর্মইসলাম
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
এর প্রতিষ্ঠাতারহমানি-৩০

সাইয়্যেদ ওয়ালি রহমানি (৫ জুন ১৯৪৩—৩ এপ্রিল ২০২১) একজন ভারতীয় সুন্নি ইসলামী স্কলার, শিক্ষাবিদ এবং রহমানি-৩০-এর প্রতিষ্ঠাতা। তিনি ১৯৭৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিহার আইন পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [১] তিনি ইমারত শরিয়াহ’র আমিরে শরিয়ত ছিলেন।

২০২০ সাল থেকে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক এবং খানকা রহমানি, মুঙ্গেরের সাজ্জাদা নশিনের দায়িত্ব পালন করেছিলেন।

জীবনী[সম্পাদনা]

তার দাদা মুহাম্মদ আলী মুঙ্গেরী নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। [২] তার পিতা সাইয়্যেদ মিনাতুল্লাহ রহমানিও একজন ইসলামি পণ্ডিত ছিলেন।

১৯৯১ সালে তার পিতা সাইয়্যেদ মিনাতুল্লাহ রহমানির মৃত্যুর পরে তিনি খানকাহ রহমানি, মুঙ্গেরের "সাজ্জাদা নাশিন" হয়েছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

শাহ ইমরান হাসান হায়াত-ই-ওয়ালী (حیات ولی) নামে তার জীবনী রচনা করেছিলেন। [৩][৪]

রহমানির আধ্যাত্মিক তরিকার সিলসিলা (ধারাবাহিকতা) ফজলে রহমান গঞ্জ মুরাদবাদী পর্যন্ত পৌঁছে যায়।[তথ্যসূত্র প্রয়োজন]

২০২১ সালের ৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BBC Report on Rahmani30" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৬ 
  2. Sayyid Muhammad al-Hasani। Seerat Mawlana Sayyid Muhammad Ali Mungeri (Urdu ভাষায়)। Majlis Sahafat-o-Nashriyat। 
  3. Media, The Milli Gazette, OPI, Pharos (৪ এপ্রিল ২০১৬)। "The Milli Gazette"milligazette.com 
  4. http://www.milligazette.com/news/15250-life-and-work-of-maulana-mohammad-wali-rahmani
  5. "ভারতের প্রখ্যাত আলেম ওয়ালি রাহমানির ইন্তেকাল"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]