বিষয়বস্তুতে চলুন

ওয়াল্টার অ্যালেন জেনকিন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডাব্লিউ. এ. জেনকিন্স থেকে পুনর্নির্দেশিত)
ওয়াল্টার অ্যালেন জেনকিন্স
Walter Allen Jenkins
নটর ডেম কলেজে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেনকিন্স
৭ম উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
৯ নভেম্বর ১৯৫৩ – ৮ নভেম্বর ১৯৫৬
পূর্বসূরীসৈয়দ মোয়াজ্জেম হোসেন
উত্তরসূরীমোহাম্মদ ইব্রাহিম
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯১-০৪-০১)১ এপ্রিল ১৮৯১
রথারহ্যাম, দক্ষিণ ইয়র্কশায়ার, ইংল্যান্ড
মৃত্যু২৬ সেপ্টেম্বর ১৯৫৮(1958-09-26) (বয়স ৬৭)
জাতীয়তাব্রিটিশ
প্রাক্তন শিক্ষার্থীশেফিল্ড বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পেশাএকাডেমিক প্রশাসক, পদার্থবিজ্ঞানের অধ্যাপক

ওয়াল্টার অ্যালেন জেনকিন্স (১ এপ্রিল ১৮৯১ – ২৬ সেপ্টেম্বর ১৯৫৮) ছিলেন একজন ইংরেজ শিক্ষাবিদ। তিনি ১৯৫৩-১৯৫৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১] তিনি ২৬ সেপ্টেম্বর ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন।

শিক্ষা[সম্পাদনা]

জেনকিন্স লন্ডনের এমানুয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ১৯২৫ সালে শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি.এস.সি. ডিগ্রি এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে লেগাম ডক্তর ডিগ্রি অর্জন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

জেনকিন্স ১৯১৬ সালে ভারতীয় শিক্ষা পরিষেবায় যোগ দেয়ার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। তারপরে তিনি ঢাকা কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগ প্রধান হিসাবে যোগদান করেন।[১] ১৯২৬ সালে, তিনি বঙ্গ সরকারের বিশেষ অফিসার হিসাবে নিযুক্ত হন এবং ১৯৩৩ সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের বিদ্যালয়গুলির বিভাগীয় পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন।

জেনকিন্স ১৯৪৫-৪৭ সাল পর্যন্ত বঙ্গ সরকারের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।[১]

জেনকিন্স ১৯৪৯-১৯৫৩ পর্যন্ত নর্থ স্ট্রাফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় কলেজের (পরে যা কেলে বিশ্ববিদ্যালয় হয়) প্রথম রেজিস্ট্রার ছিলেন। তিনি ১৯৫৩ সালের নভেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে যোগদান করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মুয়ায্‌যম হুসায়ন খান (২০১২)। "জেঙ্কিন্স, ওয়াল্টার অ্যালেন"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743