বিষয়বস্তুতে চলুন

ফিরোজ শাহ সুরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফিরোজ শাহ শুরি থেকে পুনর্নির্দেশিত)

ফরোজ শাহ সুরি (১৫৪০ - ১৫৫৩) সুর সম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন। তিনি ইসলাম শাহ সুরির পুত্র এবং শের শাহ সুরির দৌহিত্র ছিলেন। তিনি মাত্র বার বছর বয়সে ১৫৫৩ খ্রিষ্টাব্দে রাজ্যের শাসক ভার গ্রহণ করেন। কিছু দিনের মধ্যেই শের শাহ সুরির ভাতুষ্পুত্র মুহাম্মদ মুবারিজ খান (যিনি পরবর্তীতে মুহাম্মদ শাহ আদিল নামে রাজ্য শাসক করেন) দ্বারা গুপ্তহত্যার স্বীকার হন।


পূর্বসূরী
ইসলাম শাহ শুরি
দিল্লীর শাহ
১৫৫৩
উত্তরসূরী
মুহাম্মদ শাহ আদিল