বিষয়বস্তুতে চলুন

বাঁটুল দি গ্রেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বাঁটুল দ্য গ্রেট থেকে পুনর্নির্দেশিত)
বাঁটুল দি গ্রেট
বাঁটুল দি গ্রেটের বিবর্তন
লেখকনারায়ণ দেবনাথ
অঙ্কনশিল্পীনারায়ণ দেবনাথ
প্রকাশকদেব সাহিত্য কুটীর
ম্যাগাজিনশুকতারা
হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল

বাঁটুল দি গ্রেট হলো ভারতীয় বাঙালি কমিকস শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্ট একটি কাল্পনিক কমিকস চরিত্র।[১][২] বাঁটুল দি গ্রেটকে একমাত্র বাঙালি সুপারহিরো (অতিমানব) বলা যায়।

বিবরণ[সম্পাদনা]

বাঁটুল দি গ্রেট প্রচন্ড শক্তিশালী এক মানুষ। বাঁটুলের গায়ে গুলি লেগে গুলি ছিটকে যায়। মাথায় বিরাট হাতুড়ি মারলে তার মনে হয় মাথায় একফোঁটা জল পড়ল। কিন্তু তার পোশাক আশাক মোটেও সুপারহীরোর মত নয়। গোলাপী বা কমলা স্যান্ডো গেঞ্জী আর কালো হাফপ্যান্ট তার একমাত্র পোশাক। বাঁটুল সবসময়ে খালি পায়েই থাকে। কারণ জুতো পরলেই নাকি ছিঁড়ে যায়। তার আছে দুই স্যাঙাত যাদের নাম ভজা ও ভজা। তারা সবসময়েই ব্যস্ত থাকে কীভাবে বাঁটুলকে জব্দ করবে, কিন্তু শেষে তারাই জব্দ হয়।পুলিশ আধিকারিকের সঙ্গেও বাঁটুলের বন্ধুত্ব। বাঁটুলের আরেক অনুগত স্যাঙাত আছে যার নাম লম্বকর্ণ। লম্বকর্ণের শ্রবণশক্তি প্রখর। বাঁটুলের পোষা কুকুরের নাম ভেদো আর পোষা উটপাখির নাম উটো। মাঝে মাঝেই সমসাময়িক বাস্তব ঘটনায় বাঁটুলকে জড়িয়ে পড়তে দেখা যায়। বাঁটুলকে দেখা গেছে অলিম্পিকে ভারতের জন্য সোনার মেডেল জিততে। তবে কেবলমাত্র শক্তিই নয়, বুদ্ধি ও শক্তি দুইয়ের মাধ্যমে বাঁটুল দুষ্টের দমন ও সৃষ্টির পালন করে আসছে। বাঁটুল বেড়াতে ভালবাসে। একবার মিশর বেড়াতে গিয়ে সে একটি যান্ত্রিক স্ফিংসকে জব্দ করেছিল। বাঁটুল সৎ ও দেশপ্রেমিক।

বিভিন্ন মাধ্যমে বাঁটুল[সম্পাদনা]

শুকতারায় প্রথমবার বেরোনোর পর বাঁটুলের কমিকস দেব সাহিত্য কুটির থেকে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়েছে। এই বইগুলি এখন একত্রে বের হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের জি বাংলা টিভি চ্যানেলেতে বাঁটুলের কাহিনীগুলি অ্যানিমেটেড আকারে সম্প্রচারিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]