বিষয়বস্তুতে চলুন

মর্ণেয়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মর্নেয়া ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)
মর্ণেয়া ইউনিয়ন
ইউনিয়ন
৭নং মর্ণেয়া ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলারংপুর জেলা
উপজেলাগংগাচড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৯.৯১ বর্গকিমি (১৯.২৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩৩,৫৩৭
 • জনঘনত্ব৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

মর্ণেয়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার গংগাচড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৪৯.৯১ কিমি২ (১৯.২৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৩৩,৫৩৭ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৯টি ও মৌজার সংখ্যা ৯টি।[৩]

নামকরণ[সম্পাদনা]

মর্ণেয়ার পূর্ব নাম ছিল মোবিলা। এই ইউনিয়নে জমচওড়া বা মৃত্যুর চওড়া নামক একটি স্থান আছে। যেখানে ফকির-সন্ন্যাসীরা ব্রিটিশ সমর্থকদেরকে ধরে এনে হত্যা করত। তা থেকে এই ইউনিয়নের নাম মরণের স্থান বা মর্ণেয়া হয়েছে।[৪]

অবস্থান[সম্পাদনা]

মর্ণেয়া ইউনিয়নের পশ্চিমে ১২নং গংগাচড়া ইউনিয়ন, দক্ষিণ পশ্চিমে ৪নং পশুরাম ইউনিয়ন, দক্ষিণে তপোধন ইউনিয়ন, পশ্চিমে গংগাচড়া উপজেলার ৭ নং গজঘন্টা ইউনিয়ন, উত্তরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা রয়েছে। উত্তর দিকে তিস্তা নদী প্রবাহিত।

প্রশাসনিক বিভাগ[সম্পাদনা]

মৌজা[সম্পাদনা]

ইউনিয়নের ১৩টি মৌজার নাম যথাক্রমে:[৫]

  • আলাল
  • নিলারপাড়
  • আরাজিজয়দেব
  • ছোট রুপাই
  • বড় রুপাই
  • মৌভাষা
  • বকসা
  • রামদেব
  • কামদেব
  • মর্ণেয়া
  • নরসিংহ
  • হাজিপাড়া
  • একর ও কিসমত মর্ণেয়া

গ্রাম[সম্পাদনা]

নিলার পাড়া, ছোট রুপাই, বড় রুপাই, দৌঃ মৌভাষা, মৌভাষা, বকসা, কামদেব, মর্ণেয়া চড়,নরসিং,হাজীপাড়া ও কিসামত।

দর্শনীয়স্থান[সম্পাদনা]

এখানকার দর্শনীয় স্থান হচ্ছে-লাখেরাজটারী সাদা মসজিদ, খলিফার বাজার মসজিদ ও মজরউল্লাহ খলিফার বাড়ির ধ্বংসাবশেষ।

সাংস্কৃতিক অবকাঠামো[সম্পাদনা]

এখানে ইদগাহ ১০টি, কবরস্থান ১০টি, ক্রীড়া সংগঠন ৪টি, সাংস্কৃতিক সংগঠন ১টি ও পেশাজীবী সংগঠন ১টি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মর্ণেয়া ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য, মো. মাহমুদুল আলম, লেখক সংসদ, রংপুর, ২০১৩, পৃ. ৩৮।
  5. "ওয়ার্ড ভিত্তিক খানা পরিবার সংখ্যা"morneyaup.rangpur.gov। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]