বিষয়বস্তুতে চলুন

সাইফুল ইসলাম (শিক্ষায়তনিক ব্যক্তি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাইফুল ইসলাম (একাডেমিক) থেকে পুনর্নির্দেশিত)
সাইফুল ইসলাম
উপাচার্য, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ মে ২০২৪[১]
পূর্বসূরীকারমেন লামাগনা
উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৩ জুন ২০১৬ – ২৩ জুন ২০২০
পূর্বসূরীখালেদা একরাম
উত্তরসূরীসত্য প্রসাদ মজুমদার
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাপি এইচ ডি (তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল)
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পেশাউপাচার্যঅধ্যাপক

সাইফুল ইসলাম একজন বাংলাদেশি শিক্ষাবিদ। বর্তমানে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর উপাচার্য হিসাবে নিযুক্ত আছেন।[২][৩] তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ত্রয়োদশ উপাচার্য ছিলেন।[৪] এরআগে তিনি বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলের অধ্যাপক ও ডিন ছিলেন।[৫]

শিক্ষা[সম্পাদনা]

সাইফুল ইসলাম বুয়েট থেকে যথাক্রমে ১৯৭৫ এবং ১৯৭৭ সালে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেছেন। ১৯৮৬ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৬]

কর্মজীবন[সম্পাদনা]

সাইফুল ইসলাম ১৯৭৫ সালের মে মাসে বুয়েটের বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের প্রভাষক হিসাবে তার শিক্ষক জীবন শুরু করেছিলেন। ১৯৮৮ সালে তিনি অধ্যাপক হয়েছিলেন। ১৯৯৫-৯৭ সালে তিনি বৈদ্যুতিক প্রকৌশল অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছিলেন।[৬] ২২ জুন ২০১৬, সাইফুল ইসলামকে বুয়েটের ১৩ তম উপাচার্য হিসাবে নির্বাচিত করা হয়েছিল। ২৪ মে ২০১৬ খালেদা একরাম মারা যাওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল।[৭] ২৫ জুন ২০২০ সালে মেয়াদ শেষ হলে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার তার স্থলাভিষিক্ত হন।[৮]

মার্চ ২০০২ থেকে আগস্ট ২০০৬ তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রথম ডিন এবং অধ্যাপক ছিলেন। আগস্ট ২০১৩ থেকে জুন ২০১৬ পর্যন্ত, সাইফুল ইসলাম বাংলাদেশের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এর প্রো-উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৬]

৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২২ মে ২০২৪ পর্যন্ত তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন।[৯]

২০২৪ সালের ২৩ মে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর উপাচার্য হিসাবে নিযুক্ত হন।[১০][১১]

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Prof Saiful Islam new VC of AIUB"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ২৮ মে ২০২৪। 
  2. "এআইইউবির নতুন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম"thedailycampus.com 
  3. "Prof Dr Saiful Islam joins AIUB as VC"দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস 
  4. "Dr Saiful new Buet VC"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। জুন ২৩, ২০১৬। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৬ 
  5. "প্রফেসর সাইফুল ইসলাম বুয়েটের উপাচার্য যোগদান"bdnews24.com। জুন ২২, ২০১৬। সংগ্রহের তারিখ জুলাই ২, ২০১৬ 
  6. "Prof. Dr. Saiful Islam"। sislam.buet.ac.bd। ২০২৪-০৫-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২, ২০২৪ 
  7. "Moral, ethical degradation impairs education system: BUET VC"newagebd.net। মে ১৯, ২০২৪। 
  8. "বুয়েটের নতুন ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার"সমকাল। ২৫ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০ 
  9. Sun, Daily (ফেব্রুয়ারি ১৯, ২০২২)। "Prof Dr Saiful Islam new DIU VC"Daily sun 
  10. "Prof Dr Saiful Islam joins as AIUB VC"Dhaka Tribune 
  11. "Saiful Islam joins AIUB as VC"newagebd.net। ২৪ মে ২০২৪।