বিষয়বস্তুতে চলুন

আমেরিকান ফিজিক্যাল সোসাইটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(American Physical Society থেকে পুনর্নির্দেশিত)
আমেরিকান ফিজিক্যাল সোসাইটি
(মার্কিন পদার্থবিজ্ঞান সমিতি)
APS Physics
সংক্ষেপেএপিএস
গঠিতমে ২০, ১৮৯৯
ধরনবৈজ্ঞানিক
উদ্দেশ্যপদার্থবিজ্ঞানের জ্ঞান অগ্রসর করা ও ছড়িয়ে দেওয়া
অবস্থান
সদস্যপদ
৫০,০০০
ওয়েবসাইটhttp://www.aps.org/

আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (ইংরেজি: American Physical Society) বা মার্কিন পদার্থবিজ্ঞান সমাজ বিশ্বে পদার্থবিজ্ঞানীদের দ্বিতীয় বৃহত্তম সংগঠন। এটি ফিজিক্যাল রিভিউ এবং ফিজিক্যাল রিভিউ-সহ ডজনখানেক বৈজ্ঞানিক গবেষণা সাময়িকী প্রকাশ করে। এটি বছরে ২০টিরও বেশি বৈজ্ঞানিক সভার আয়োজন করে। এটি আমেরিকান ইন্সটিটিউট অব ফিজিক্স-এর (মার্কিন পদার্থবিজ্ঞান ইন্সটিটিউট) একটি সদস্য সংগঠন।

সংক্ষিপ্ত ইতিহাস[সম্পাদনা]

১৮৯৯ সালের ২০শে মে তারিখে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি গঠিত হয়।[১] এই উদ্দেশ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ৩৬জন পদার্থবিজ্ঞানী মিলিত হন।

এপিএস অংশসমূহ[সম্পাদনা]

বিভাগসমূহ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Phys.org - News and Articles on Science and Technology"phys.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৮