বিষয়বস্তুতে চলুন

রিখটার মাপনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Richter magnitude scale থেকে পুনর্নির্দেশিত)
চার্লস রিখটার, ১৯৭০ সালে

রিখটার মাপনী (Richter scale) কোন ভূমিকম্পের প্রাবল্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করে। এটি একটি ১০-ভিত্তির লগারিদমীয় পরিমাপ। অর্থাৎ এই পরিমাপে যেকোনো সংখ্যার ভূমিকম্প পূর্ববর্তী সংখ্যার চাইতে ১০ গুন শক্তিশালী। যেমন, ৩ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৪ মাত্রা ভূমিকম্প ১০ গুন বেশি শক্তিশালী।

এটি ভূমিকম্পমাপক যন্ত্র বা সিসমোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। রিখটার মাপনীতে মাত্রা যদি ৫ হয়, তাহলে তাহলে এটি রিখটার মাপনীতে ৪-এর চেয়ে ১০ গুণ বেশি পরিমাপ দেয় এবং এটি ৪ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৩১.৬ গুণ বেশি শক্তি বহন করে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Richter Magnitude Scale"। ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]