বর্ষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বর্ষায় ঝড়ের রাত, ডারউইন, অস্ট্রেলিয়া

বর্ষা, মৌসুমী বায়ুপ্রবাহের অঞ্চলগুলোতে উদযাপিত একটি ঋতু, যখন মৌসুমী বায়ুর প্রভাব সক্রীয় হওয়ায় প্রবল বৃষ্টিপাত হয়।[১] বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী এটি হচ্ছে বাংলা বছরের দ্বিতীয় ঋতু, যেখানে আষাঢ়শ্রাবণ এই দুই মাস জুড়ে এই বর্ষাকাল ব্যাপৃত থাকে। বাংলা বছরে, বর্ষার আগের ঋতুটি হলো রৌদ্রতপ্ত গ্রীষ্ম আর পরের ঋতুটি হলো শ্যামল শরৎ

বর্ষায় ফোটা ফুল[সম্পাদনা]

বর্ষায় চারপাশ মুখরিত থাকে কদম, কেয়া, কামিনী, বেলি ও বকুলের সুবাসে।

বর্ষায় ফোটা ফুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল- কদম, বকুল, চাঁপা, লিলি, ঘাসফুল, শাপলা, মালতি লতা, কামিনী, দোপাটি ও প্রভৃতি

চিত্রশালা[সম্পাদনা]

বর্ষায় রমনা পার্কে কদম ফুল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "When is rainy season?"Met Office। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]