ব্যবহারকারী:তুষার কান্তি ষন্নিগ্রহী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তুষারকান্তি ষন্নিগ্রহী (জন্ম তারিখ:১ মার্চ ১৯৫৩) পিতা:বারিদবরণ ষন্নিগ্রহী মাতা: সুষমা ষন্নিগ্রহী জন্মস্থান: গ্রাম: পুটিয়াদহ থানা: সিমলাপাল জেলা: বাঁকুড়া রাজ্য: পশ্চিমবঙ্গ দেশ: ভারত পিন: ৭২২১৫১

শিক্ষা[সম্পাদনা]

তুষারকান্তি পুটিয়াদহ প্রাইমারি স্কুল,পুটিয়াদহ হাইস্কুল এবং ব্যানার্জিডাঙ্গা হাইস্কুলে পড়াশোনা করেন। ১৯৭০ সালে তিনি একাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। পরবর্তী পড়াশোনা মেদিনীপুর কলেজ,প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭৩ সালে তিনি শারীরবিদ্যা বিষয়ে অনার্স নিয়ে স্নাতক হন। ১৯৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮৬ সালে বাঁকুড়ার বিষ্ণুপুরের নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় থেকে তিনি বিএড পরীক্ষায় উত্তীর্ণ হন। [১]

বর্তমান ঠিকানা ও কর্ম জীবন[সম্পাদনা]

তুষারকান্তি ষন্নিগ্রহী: অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রাক্তন সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুখপত্র শিক্ষা ও শিক্ষক, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি,সম্পাদক, কৃষ্টি কিরণ। ঠিকানা: মদন বাগ,সিমলাপাল, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত, পিন: ৭২২১৫১

Tushar Kanti Sannigrahi:Retired Headmaster,Ex Editor Journal of the WBTA, Editor, Krishti Kiran Address: Madan Bag, Simlapal, Bankura, West Bengal, India PlN 722151


TUSHAR KANTI SANNIGRAHI

Email id: tusharkantisa@gmail.com

CONTACT NUMBER: +91 6290060749

M.Sc.. B.Ed (1st Class) NCERT trained.

Madanbag, P.O.-Simlapal, Dist-Bankura (W.B.) PIN-722151

Ex-Assistant Teacher: Krishnanath College School (1976), Baharampur, Murshidabad. Basanti High School (01.12.1977-19-02.1978) Basanti, South 24 Parganas. Rajbalhat High School (21.02.1978-09.11.1978), Rajbalhat, Hooghly. Simlapal Madan Mohan High School (10.11.1978-29.04.1994), Simlapal, Bankura.

Ex-Headmaster: Kamalpur Netaji High School (30.04.1994-18.10.2001), Kamalpur, Bankura. Retired Headmaster: Bhutsahar High School (19.10.2001-28.02.2013) Bhutsahar, Bankura. Ex-Academic Supervisor, West Bengal Board of Primary Education, Freelance Journalist. Advisory Board Member:WBTA Ex vice-President: West Bengal Teachers' Association (W.B.T.A.). President: WBTA, Bankura District Branch, Editor: Krishti Kiran. Ex Editor: Journal of WBTA. Member, WBPCC. Vice-president, DBBKS Bankura District Branch. President, Dakshin Banga Brahman Kalyan Samity (DBBKS)Simlapal Block Branch.

সাহিত্য কর্ম[সম্পাদনা]

ছোটবেলা থেকেই তুষারকান্তি লেখালেখি শুরু করেন। স্কুলে পড়াশোনা করার সময় তার লেখা প্রবন্ধ প্রকাশিত হয়। ১৯৭০ সালে ব্যানার্জিডাঙ্গা হাই স্কুলের বার্ষিক পত্রিকা 'মুকুলিকা' তে তার লেখা প্রবন্ধ 'চাঁদা মামা' প্রকাশিত হয়। ১৯৭২-১৯৭৩ সালের মেদিনীপুর কলেজ পত্রিকায় তার লেখা 'ভিটামিন ও তার প্রয়োজনীয়তা' প্রবন্ধ প্রকাশিত হয়। ১৯৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শারীরবৃত্ত পুনর্মিলন স্মরণীতে প্রবন্ধ 'প্রাণ রসায়নের গোড়ার কথা'প্রকাশিত হয়। ১৯৭৬-১৯৭৭ সালের প্রেসিডেন্সি কলেজ পত্রিকায় প্রকাশিত হয় 'বাঁকুড়া-পুরুলিয়ার লোকসংস্কৃতি'প্রবন্ধটি। তখনকার দিনে এই প্রবন্ধ প্রকাশের পরে কলকাতার বুকে লেখক মহলে আলোড়ন সৃষ্টি হয়। অনেক লেখক এবং গবেষক এই প্রবন্ধ থেকেই ভাদু গান, টুসু গান এবং লোকসংস্কৃতির উপাদান সংগ্রহ করে তাদের রচনাতে স্থান দেন। ১৯৮৫-১৯৮৬ সালে নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় পত্রিকাতে প্রকাশিত হয় 'সিমলাপালের লোকসংস্কৃতি' প্রবন্ধ।

বেতারে শিক্ষা দান[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় স্তরের পাঠদানের ক্ষেত্রে বেতার সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন। বিশিষ্ট শিক্ষকদের পাঠদান খুব সহজেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেত। এই পাঠদান পর্ব বেশ জনপ্রিয় হয়েছিল। পাঠদানের এই পর্ব ১৯৯০ সাল পর্যন্ত চলে। পরবর্তী পর্যায়ে টেলিভিশন ও মোবাইল ফোনের দৌলতে এই পাঠদান বন্ধ হয়। সিমলাপাল মদন মোহন হাইস্কুলের সহ-শিক্ষক তুষারকান্তি যন্নিগ্রহী সেই সময় অনেক পাঠদানে অংশ নিয়েছিলেন। তার কয়েকটি তুলে ধরলাম।

১) অষ্টম শ্রেণিঃ উদ্ভিদকোষ ও প্রাণীকোষের গঠন। আকাশবাণী কলকাতা ক প্রচার তরঙ্গ: প্রচারের তারিখ: ১৯সেপ্টেম্বর ১৯৭৯ ২টা ৩৫মিঃ মোট সময় ২৩ মিনিট। ফিঃ ৫০টাকা পুনঃপ্রচার ফি ১২টা. ৫০পঃ স্টুডিওতে রেকর্ডিং হয়: ১৮-০৯-৭৯ সকাল ১০টা ৩০মিঃ অংশগ্রহণকারী শিক্ষক: তুষারকান্তি যন্নিগ্রহী ছাত্র/ছাত্রী: জয়ন্ত গোস্বামী, প্রতিমাসিংহমহাপাত্র।

২) অষ্টম শ্রেণিঃ জীবন বিজ্ঞান: পাঠদানের বিষয়: ব্যাপন ও অভিস্রবণ এবং জীবদেহে তার গুরুত্ব। প্রচারের তারিখ: ২৫ মার্চ ১৯৮৭ ২টা ৩৫মিঃ মোট সময় ১৮ মিনিট। আকাশবাণী কলকাতা ক প্রচার তরঙ্গ, ফি: ১২৫টাকা স্টুডিওতে রেকর্ডিং হয়: ২৩-০৩-৮৭ বেলা ১২টা অংশগ্রহণকারী শিক্ষক: তুষারকান্তি যন্নিগ্রহী ছাত্রঃ মলয় চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহমহাপাত্র, প্রিয়ব্রত সিংহমহাপাত্র।

৩) জানা অজানা: ডিমের কথা: সময় ৫মিনিট বক্তা: তুষারকান্তি যন্নিগ্রহী। আকাশবাণী কলকাতা ক প্রচার তরঙ্গ, প্রচারের তারিখ: ৩০ নভেম্বর ১৯৮৭ সকাল ৮টা পুনঃপ্রচার ৪ঠা জানুয়ারি ১৯৮৮ ফি ৬০টাকা। স্টুডিওতে রেকর্ডিং হয়: ১৭-১১-৮৭ দুপুর ২টা।

৪) একাদশ শ্রেণি: জীব বিজ্ঞান (শারীর বিদ্যা) বিষয়: রক্তের মাধ্যমে শ্বসনের জন্য গ্যাস পরিবহণ। আকাশবাণী কলকাতা ক প্রচার তরঙ্গ, প্রচারের তারিখ: ১৮ ডিসেম্বর ১৯৮৭ ২টা. ৩৫মি. মোট সময় ১৮মিঃ ফি ১২৫ টাকা। স্টুডিওতে রেকর্ডিং হয়: ১৬-১২-৮৭ বেলা ১২টা অংশগ্রহণকারী শিক্ষক: তুষারকান্তি যন্নিগ্রহী ছাত্র: সন্দীপ কুমার নন্দী, ইন্দ্রনীল ভৌমিক, দেবীপ্রসাদ ঢং।

৫) একাদশ শ্রেণি: জীব বিজ্ঞান (শারীর বিদ্যা)। বিষয়: মানবদেহে শ্বসন প্রক্রিয়া এবং তার স্নায়বিক নিয়ন্ত্রণ। কলকাতা ক প্রচার তরঙ্গ, প্রচারের তারিখ: ৩ ফেব্রুয়ারি ১৯৮৯ ২টা. ৩৫মি. মোট সময় ১৮মিঃ ফি-১৩৫ টাকা। স্টুডিওতে রেকর্ডিং হয়: ১-২-৮৯ সকাল ১১টা অংশগ্রহণকারী শিক্ষক: তুষারকান্তি যন্নিগ্রহী ছাত্র: সমীর কুমার পাত্র, পার্থপ্রতিম পণ্ডা, ইন্দ্রনীল মহান্তি।

৬) একাদশ শ্রেণি: জীব বিজ্ঞান (শারীর বিদ্যা) বিষয়: মানবদেহে প্রোটিনের বিপাক। কলকাতা ক প্রচার তরঙ্গ, প্রচারের তারিখ ২৭ জুলাই ১৯৮৯ ২টা. ৩৫মি. মোট সময় ১৮মিঃ ফি-২০৫ টাকা। স্টুডিওতে রেকর্ডিং হয়: ২২-০৭-৮৯ সকাল ১১টা অংশগ্রহণকারী শিক্ষক: তুষারকান্তি ষন্নিগ্রহী ছাত্রঃ রাম কর্মকার, প্রদীপ কুমার সিংহমহাপাত্র, অরুণকুমার সৎপথী।

৭) একাদশ শ্রেণি: জীব বিজ্ঞান (শারীর বিদ্যা)। বিষয়: আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের পরিপাক। কলকাতা ক প্রচার তরঙ্গ, প্রচারের তারিখ ২১ ডিসেম্বর ১৯৯০ ২টা. ৩৫মি. মোট সময় ১৮মিঃ ফি-২০৫ টাকা। স্টুডিওতে রেকর্ডিং হয়: ১৩-১২-৯০ বেলা ১১টা অংশগ্রহণকারী শিক্ষক: তুষারকান্তি ষন্নিগ্রহী ছাত্র: অংশুমান ভদ্র, তাপস সিংহমহাপাত্র, সুব্রত সিংহমহাপাত্র।

উইকিপিডিয়াতে সম্পাদনার সংখ্যা[সম্পাদনা]

১৭ মে ২০২৪ : উইকিপিডিয়াতে সম্পাদনার সংখ্যা ২০০০ অতিক্রম করলাম। তুষারকান্তি ষন্নিগ্রহী, ভারতীয় উইকিপিডিয়ান

২৪ মে ২০২৪ : উইকিপিডিয়া ব্যবহারকারী তুষারকান্তি ষন্নিগ্রহী-এর অবদানসমূহ। তুষারকান্তি ষন্নিগ্রহী-এর জন্য আলোচনা ।বাধা দানের লগ। আপলোডসমূহ লগ। বৈশ্বিক অ্যাকাউন্ট। অপব্যবহার লগ। এই ব্যবহারকারী ২,২২২টি সম্পাদনা করেছেন। অ্যাকাউন্টটি ৯ এপ্রিল ২০২৩ সালে তৈরি করা হয়েছে। সূত্র: উইকিপিডিয়া

১ জুন ২০২৪: উইকিপিডিয়াতে সম্পাদনার সংখ্যা ২৫০০ অতিক্রম করলাম। তুষারকান্তি ষন্নিগ্রহী, ভারতীয় উইকিপিডিয়ান

উইকিপিডিয়াতে নতুন নিবন্ধ তৈরি[সম্পাদনা]

  • উদ্ভিদের গমন:২৬ মে ২০২৪
  • রেশমের ইতিহাস:২৭মে ২০২৪
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; কমলকলি নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি