ব্যবহারকারী:Goutam

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আজ রবিবার, জুন ২, ২০২৪, সময়ঃ ১৩:২৫ (UTC/GMT).
এই মুহূর্তে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ আছে ১,৫৩,৩৯২ টি
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১২,৪৪,৫০০
মোট ফাইলের সংখ্যাঃ ১৮,৪৯৭
মোট ব্যবহারকারীর সংখ্যাঃ ৪,৫৭,৯৭৯


আমি গৌতম রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর একটি বেসরকারি সংস্থায় শিক্ষা গবেষক হিসেবে কাজ করছি। লেখালেখিতে উইকিপিডিয়ায় নিয়মিত না হলেও সময়-সুযোগ পেলেই চেষ্টা করে যাচ্ছি। বর্তমানে ইংরেজি উইকিপিডিয়া থেকে কিছু নির্বাচিত ফিচার বাংলায় অনুবাদ করার চেষ্টা করছি। লেখার ক্ষেত্রে বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করার চেষ্টা করি।

আমার মূল আগ্রহ শিক্ষা নিয়ে, শিক্ষার ওপর বিভিন্ন ধরনের আর্টিকেল নিয়ে একটি ওয়েব সাইটও (www.bdeduarticle.com) পরিচালনা করছি। উইকিপিডিয়ায় শিক্ষাবিষয়ক বেশ কিছু ভুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। তবে শিক্ষার পাশাপাশি প্রযুক্তিসম্পর্কিত বিষয় নিয়েও লেখার আগ্রহ আছে।

ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।

এখন যে ভুক্তি নিয়ে কাজ করছি[সম্পাদনা]

নতুন ফিচার[সম্পাদনা]

উল্লেখযোগ্য সম্পাদনা[সম্পাদনা]

অনুল্লেখযোগ্য সম্পাদনা[সম্পাদনা]

যে বিষয়গুলো নিয়ে কাজ করার কথা ভাবছি[সম্পাদনা]