সেবুয়ানো উইকিপিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেবুয়ানো উইকিপিডিয়া
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প
উপলব্ধসেবুয়ান
সদরদপ্তরমায়ামি, ফ্লোরিডা
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
ওয়েবসাইটceb.wikipedia.org
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ২২ জুন ২০০৫; ১৮ বছর আগে (2005-06-22)

সেবুয়ানো উইকিপিডিয়া (সেবুয়ানো: Wikipedya sa Sinugboanon) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার সেবুয়ানো ভাষার সংস্করণ। ২০০৫ এর শুরুর দিকে এটির যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার।ইংরেজি উইকিপিডিয়ার পরে এটি হলো ২য় বৃহত্তম উইকিপিডিয়া। জুন ২০২৪ পর্যন্ত নিবন্ধ সংখ্যা ৬১,১৭,৩৩২ এবং ১,১৬,০০০ জন ব্যবহারকারী, ৫ জন প্রশাসক ও ১টি ফাইল আছে এই উইকিপিডিয়ায়।

এই উইকিপিডিয়ার অধিকাংশ নিবন্ধ স্বয়ংক্রিয় প্রোগ্রাম Lsjbot এর সাহায্যে তৈরী। জানুয়ারী ২০১৬ তে সেবুয়ানো উইকিপিডিয়া তৃতীয় স্থান অর্জন করে। সামনে ছিলো ইংরেজি ও সুইডিশ উইকিপিডিয়া এবং পিছনে জার্মান উইকিপিডিয়া।[১] বর্তমানে এতে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৪৫ জন।

ইতিহাস[সম্পাদনা]

২০০৫ সালের প্রথমভাগে বেনটং আইজলস Ang Gawasnong নামে সেবুয়ানো উইকিপিডিয়ার প্রস্তাব করেন[২] এবং জুন ২২, ২০০৫ এ যাত্রা শুরু করে।[৩]

২০১৪ সালের জুলাই মাসে ১ মিলিয়ন নিবন্ধ তৈরী হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উইকিপিডিয়া ও তাদের পরিসংখ্যানের উইকিমিডিয়া তালিকা, সংগৃহীত ৩১ জানুয়ারি ২০১৬।
  2. "Wa'y Blima! Web Watch"। Wayblima.com। ২০০৫-১০-২০। 
  3. "Start of the Cebuano Wikipedia"Ceb.wikipedia.org। ২০০৫-০৬-২২। 
  4. "Wikipedia Statistics Cebuano"Stats.wikimedia.org। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]