বিষয়বস্তুতে চলুন

অল ইন্ডিয়া সেন্টার অফ ট্রেড ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অল ইন্ডিয়া সেন্টার অফ ট্রেড ইউনিয়ন হল ভারতের একটি ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এটি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি (সংযুক্ত) এর শ্রমিক শাখা। পূর্বে এটি এমসিপিআই (ইউ), ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রধান পূর্বসূরির ট্রেড ইউনিয়ন শাখা ছিল।

এমএস পাত্রুডু ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত এআইসিটিইউ-এর সাধারণ সম্পাদক ছিলেন।[১] পাত্রুডুর মৃত্যুর পর সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন মালকিয়াত সিং।[২][৩]

গুরুত্বপূর্ণ অ্যাকশন[সম্পাদনা]

১. অল ইন্ডিয়া সেন্টার অফ ট্রেড ইউনিয়ন ২০২১ সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে তিনটি কৃষি আইনের প্রথম বার্ষিকী উপলক্ষে সম্মিলিত কিষান মোর্চা (এসকেএম) আয়োজিত ভারত বন্ধকে সমর্থন করেছিল [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Hindu : MCPI leader dead
  2. The Tribune, Chandigarh, India - Punjab
  3. The Tribune, Chandigarh, India - Chandigarh Stories
  4. "Farmers plan road blockades in Bengaluru today"। indianexpress.com। ২৭ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১