বিষয়বস্তুতে চলুন

অ্যাড্রিয়ান লি (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যাড্রিয়ান লি (জন্ম ২৭ ডিসেম্বর ১৯৬৬ অকল্যান্ড, নিউজিল্যান্ডে [১]) একজন অস্ট্রেলীয় অভিনেতা। তিনি ১৯৯৬ সালে ক্রেগ 'সিজে' জোনস চরিত্রে ই স্ট্রিটে [২] (১৯৯০-১৯৯২) এবং জোয়েল রিচির চরিত্রে প্যাসিফিক ড্রাইভে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিত। অন্যান্য টিভি উপস্থিতির মধ্যে রয়েছে দ্য ফ্লাইং ডক্টরস, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং ব্রাইডস অফ ক্রাইস্ট। লি ১৯৯৫ সালে হোম অ্যান্ড অ্যাওয়েতে অ্যান্ড্রু ওয়ারেন চরিত্রে অতিথি হিসেবে অভিনয় করেছিলেন। ২০০১ সালে তিনি অল সেন্টস -এ অতিথিশিল্পী ছিলেন। [৩] লি একজন সঙ্গীতজ্ঞ এবং একজন দক্ষ গিটার বাদকও।

তথ্যসূত্র[সম্পাদনা]