আইদেউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইদেউ
পরিচালকঅরূপ মান্না
প্রযোজকনবামিকা বরঠাকুর
শ্রেষ্ঠাংশেআইদেউ সন্দিকৈ,
সালে্দনা শর্মা
নবামিকা বরঠাকুর
সপোনটি বরদনিয়ে
সুরকারমানস হাজারিকা
চিত্রগ্রাহকঅরুপ মান্না
প্রযোজনা
কোম্পানি
ত্রিনয়ন মিডিয়া ফাউণ্ডেশন, নগাঁও
মুক্তি২০০৭
স্থিতিকাল৮১ মিনিট
দেশভারত
ভাষাঅসমীয়া

আইদেউ (অসমীয়া: আইদেউ) ২০০৭ সালেত মুক্তিপ্রাপ্ত, অরূপ মান্নার দ্বারা পরিচালিত প্রথম অসমীয়া চলচ্চিত্র "জয়মতী"র নামভূমিকায় অভিনয় করা আইদেউ সন্দিকৈর জীবনী-ভিত্তিক চলচ্চিত্র। ছবিটিতে আইদেউ সন্দিকৈ এর নিজের দৃশ্যও সংবলিত হয়েছে। অবশ্য ছবিটি মুক্তির আগেই তাঁর মৃত্যু হয়।
ছবিটিতে'৫৪-তম রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারের 'শ্রেষ্ঠ অসমীয়া ছবি'র সম্মান লাভ করেন[১]

অভিনয়[২][সম্পাদনা]

নির্মাণের কাহিনী[সম্পাদনা]

আইদেউর নির্মাণের কাজ আরম্ভ হয় ২০০২ সালে ও মুক্তি দেওয়া হয় ২০০৭ সালে । ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লেখা হয়েছিল আইদেউ সন্দিকৈর সাথে অরূপ মান্নার কথোপকথনের সময়। নগাঁওর ত্রিনয়ন মিডিয়া ফাউণ্ডেশনের বেনারে ছবিটি নির্মাণ করা হয়।[২]

মুক্তি ও পুরস্কার[সম্পাদনা]

ছবিটি মুম্বাই আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসবত মুক্তি দেওয়া হয় ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি তারিখে। পুনা আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসব, দিল্লী হেবিটেট চলচ্চিত্র উৎসয় ও মিউনিখ আন্তরাষ্ট্রীয় চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শন করা হয়। ব্রাজিলে অনুষ্ঠিত সাউ-পাউলো চলচ্চিত্র উৎসবে ছবিটি "দ্যা নিউ ফিল্ম কার্স" প্রতিযোগিতা শাখাতে প্রদর্শিত হয়।[২] [৩][৪][৫]

ছবিটি ৫৪-তম রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অসমীয়া ছবির সম্মান লাভ করে[১]। রাজ্যিক চলচ্চিত্র উৎসবে, ছবিটি শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ মহিলা অভিনেতা ও রূপসজ্জার পুরস্কার লাভ করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.pib.nic.in/archieve/others/2008/jun/54th_nfa.pdf
  2. "Santanava Hazarika, Reel Reality, The Assam Tribune, October 2007"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬ 
  3. Cinematógrafo। "Lista de filmes da 31ª Mostra" (ইংরেজি ভাষায়)। Cinematografo.com.br। ২০১২-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৯ 
  4. http://en.mostra.org/movie/4955[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Aideu, the story of Assam's first actress" (ইংরেজি ভাষায়)। Indian Express। সংগ্রহের তারিখ ২০১৩-০৩-০৯