বিষয়বস্তুতে চলুন

আদমপুর ইউনিয়ন, অষ্টগ্রাম

স্থানাঙ্ক: ২৪°২০′৪২″ উত্তর ৯১°১৩′২″ পূর্ব / ২৪.৩৪৫০০° উত্তর ৯১.২১৭২২° পূর্ব / 24.34500; 91.21722
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদমপুর
ইউনিয়ন
৬নং আদমপুর ইউনিয়ন পরিষদ
আদমপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
আদমপুর
আদমপুর
আদমপুর বাংলাদেশ-এ অবস্থিত
আদমপুর
আদমপুর
বাংলাদেশে আদমপুর ইউনিয়ন, অষ্টগ্রামের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২০′৪২″ উত্তর ৯১°১৩′২″ পূর্ব / ২৪.৩৪৫০০° উত্তর ৯১.২১৭২২° পূর্ব / 24.34500; 91.21722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাঅষ্টগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • ইউপি চেয়ারম্যানমোঃ আব্দুল মন্নাফ
আয়তন
 • মোট৩৮ বর্গকিমি (১৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৯,২৩০
 • জনঘনত্ব৭৭০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আদমপুর ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত। এটি একটি হাওড় এলাকা, আয়তন ৯৩৮৬ একর। এখানে মোট ভোটার সংখ্যা ১৯,৯৯৭ জন। পুরুষ ভোটার ১০,৫২২ জন এবং নারী ভোটার ৯,৪৭৫ জন। ভোটের সংখ্যায় উপজেলা ২য় সর্বোচ্চ ইউনিয়ন এটি (উপজেলার সর্বোচ্চ ভোটার আব্দুল্লাপুর ২৭,৩৫০ জন)। এখানে ৭ মাস শুকনা ও ৫ মাস বর্ষার পানি থাকে। এই এলাকার মানুষের আয়ের সবচেয়ে বড় উৎস হলো প্রবাসী রেমিট্যান্স। এবং এই এলাকার অধিকাংশ লোক কৃষক, কৃষি নির্ভরশীল। বর্ষাকালে এখানকার একমাত্র যোগাযোগ বাহন নৌকা ও লঞ্চ। এই ইউনিয়ন অষ্টগ্রাম উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।[১]

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

পশ্চিমে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন, পূর্বে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন, উত্তরে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন, দক্ষিণে লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন

গ্রামসমূহের তালিকা[সম্পাদনা]

  • ১ নং ওয়ার্ড: নূরপুর জামালপুর, চিরুটিয়াহাটি, নালিতাকান্দা।
  • ২ নং ওয়ার্ড: নূরপুর বৈরাগীহাটি, উলুকান্দা,

শরফিকান্দা ও বালুচর।

  • ৩ নং ওয়ার্ড: আদমপুর, দরগা হাটি, আইনার কান্দি।
  • ৪ নং ওয়ার্ড: বরাগীর কান্দি।
  • ৫ নং ওয়ার্ড: চিকনার কান্দি, জাবারলুঙ্গা, দক্ষিণ লাউড়া, টুকার কান্দি।
  • ৬ নং ওয়ার্ড: নয়াহাটি, কৈরাইল,বড় লাউড়া।
  • ৭ নং ওয়ার্ড: ইসলামপুর বাজার হাটি,ইছাপুর বাবুর হাটি- ইছাপুর গোলহাটি, ইছাপুর পশ্চিম হাটি।
  • ৮ নং ওয়ার্ড: গোবিন্দপুর, সীতারামপুর, ইছাপুর, ভাটুরা, ঠাকুর বাড়ী, শারফিনপুর
  • ৯ নং ওয়ার্ড: গাজীহাটি, চৌদন্ত, শান্তিপুর, সবুজপাড়া।

জনপ্রতিনিধি[সম্পাদনা]

চেয়ারম্যান নির্ধারিত মেয়াদকাল
আব্দুল মন্নাফ পাঁচ বছর (২০২২-২০২৭)
ওয়ার্ড নং ওয়ার্ড সদস্য সংরক্ষিত সদস্য
আব্দুল নূর অরোনা বেগম
সালাম মিয়া
মোন্তাজ মিয়া
কবির হোসেন
পলাশ মিয়া
খোকন বৈষ্ণব

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

ঐতিহাসিক স্থান[সম্পাদনা]

কৈরাইল গ্রামের আখড়া

মহানন্দ বাবুর বাড়ি

তথ্যসূত্র[সম্পাদনা]

আরো বিস্তারিত জানতে : https://www.facebook.com/md.delowarhossan.9828456