আন্তর্জাতিক গণিত দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক গণিত দিবস
ধরনআন্তর্জাতিক
তাৎপর্য৩, ১, এবং ৪ হলো সুপরিচিত গাণিতিক ধ্রুবক π এর দশমিক উপস্থাপনে তিনটি সবচেয়ে উল্লেখযোগ্য অংক।
তারিখ১৪ই মার্চ
সংঘটনবার্ষিক
প্রথম বার২০২০; ৪ বছর আগে (2020)
সম্পর্কিতপাই দিবস

১৪ই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস। এটি পাই দিবস নামেও পরিচিত, কারণ গাণিতিক ধ্রুবক π (pi) এর মান 3.14 বা ১৪ই মার্চকে নির্দেশ করে।

ইউনেস্কোর ৪০ তম সাধারণ সম্মেলনে ২০১৯ সালের নভেম্বরে পাই দিবসকে গণিতের আন্তর্জাতিক দিবস হিসাবে নির্ধারণ করা হয়েছে[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "International Day of Mathematics"UNESCO। ৪ মার্চ ২০২০। 

    - Rousseau, Christiane (১ সেপ্টেম্বর ২০১৯)। "International Day of Mathematics" (পিডিএফ): 1। ডিওআই:10.1090/noti1928অবাধে প্রবেশযোগ্য 

বহিঃসংযোগ[সম্পাদনা]