বিষয়বস্তুতে চলুন

আবদুর রউফ (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুর রউফ
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০১৪ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-11-12) ১২ নভেম্বর ১৯৫৪ (বয়স ৬৯)
কুষ্টিয়া জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

আবদুর রউফ (জন্ম: ১২ নভেম্বর ১৯৫৪) বাংলাদেশের কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। [১]এবং ২০২৪ সালে স্বতন্ত্রে নির্বাচনে অংশগ্রহন করে ২য় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

আবদুর রউফের পৈতৃক বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম গ্রামে। কলেজে অধ্যয়নরত সময় থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

পেশায় ব্যবসায়ী আবদুর রউফ রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১ম বার এবং ২০২৪ সালে স্বতন্ত্রে ২য় বারের মতো সাংসদ নির্বাচিত হন।এবং সাংসদ হওয়ার পূর্বে তিনি কুমারখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কুষ্টিয়া-৪, আবদুর রউফ। "Constituency 78_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৪ 

বহি:সংযোগ[সম্পাদনা]