বিষয়বস্তুতে চলুন

আবদুল ওয়াজেদ চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল ওয়াজেদ চৌধুরী
পূর্ব পাকিস্তানের এমএলএ
কাজের মেয়াদ
১৯৫৪ – ১৯৬২
রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
১৯৯১ – ৩১ জুলাই ১৯৯২
পূর্বসূরীমুন্সী আবদুল লতিফ
উত্তরসূরীকাজী কেরামত আলী
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু৩১ জুলাই ১৯৯২
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানসালমা চৌধুরী
গোলাম মোস্তফা চৌধুরী রন্টু
প্রাক্তন শিক্ষার্থীসরকারি রাজেন্দ্র কলেজ

আবদুল ওয়াজেদ চৌধুরী আইনজীবী, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং এবং রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৯১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

আবদুল ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের কাটাখালি গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

আবদুল ওয়াজেদ চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ভাষা সৈনিক। তিনি ১৯৪৭ পরবর্তী সময়ে বিচার বিভাগের সরকারি চাকরি (মুন্সেফ) ইস্তফা দেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের প্রার্থী হিসেবে রাজবাড়ি-গোয়ালন্দ এলাকা থেকে এমএলএ নির্বাচিত হন তিনি। রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

আবদুল ওয়াজেদ চৌধুরী ৩১ জুলাই ১৯৯২ সালে মৃত্যুবরণ করেন।

আরও দেখুন[সম্পাদনা]

পঞ্চম জাতীয় সংসদ সদস্যদের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "আবদুল ওয়াজেদ চৌধুরী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]