বিষয়বস্তুতে চলুন

আব্দুন নূর ইন্দেশ্বরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আব্দুন নূর চৌধুরী

শায়খে ইন্দেশ্বরী
ব্যক্তিগত তথ্য
জন্ম
ধর্মইসলাম
সন্তানযোবায়ের আহমদ চৌধুরী
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
উল্লেখযোগ্য কাজনাজাতুন্নুহাত
দারুল উলুম মৌলভীবাজার
যেখানের শিক্ষার্থীসিলেট সরকারি আলিয়া মাদ্রাসা
আত্মীয়ফরীদ উদ্দীন মাসঊদ (মেয়ের জামাতা), আহমদুল হক হবিগঞ্জী (নাতনীর স্বামী), তাফাজ্জুল হক হবিগঞ্জী (নাতনীর ভাশুর)
মুসলিম নেতা
শিক্ষকহোসেন আহমদ মাদানী
এর শিষ্যআব্দুল করিম কৌড়িয়া

আব্দুন নূর চৌধুরী, শায়খে ইন্দেশ্বরী ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও লেখক। তিনি হুসাইন আহমদ মাদানির অন্যতম শাগরেদ। তাছাড়া ইন্দেশ্বরী সাহেব আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। তিনি আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।[১][২][৩]

জীবনী[সম্পাদনা]

আব্দুন নূর দক্ষিণ শ্রীহট্ট মহকুমার (বর্তমান মৌলভীবাজার জেলা) কমলগঞ্জ থানার ইন্দেশ্বর গ্রামের একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।[৪] তাঁর বাবা মাওলানা আহমদ আলী চৌধুরী ছিলেন একজন জবরদস্ত আলেমে দ্বীন এবং রশীদ আহমদ গঙ্গোহীর শাগরেদ।[৫]

আব্দুন নূর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। ছাত্রজীবনেই তিনি ফার্সী ভাষায় "নাজাতুন্নুহাত" নামক কাফিয়ার শরাহ লিখেছিলেন।[৬] তিনি আব্দুল করিম কৌড়িয়ার দস্তে বাইয়াত গ্রহণ করে অবশেষে উনার কাছ থেকে খেলাফৎ পেয়েছিলেন।[৭]

আব্দুন নূর ইন্দেশ্বরী সাহেব ছিলেন তবলিগী জমাতের সালিশ।[৮] ১৯৩৭ সালে আব্দুন নূর ইন্দেশ্বরী সাহেব লুৎফুর রহমান বর্ণভীর সহযোগিতায় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।[৯] সেবছর থেকে তিনি ১৯৯২ সালে ইন্তেকাল পর্যন্ত এই মাদ্রাসার মুহতামিম ছিলেন। তাঁর জামাতা হবিগঞ্জের খলিফায়ে মাদানী সিরাজুল হক চৌধুরী ছিলেন মাদ্রাসার পরবর্তী মুহতামিম।[৫] ইন্দেশ্বরী সাহেবের ছেলে যোবায়ের আহমদ চৌধুরী হলেন জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার শায়খুল হাদীছ এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষাবোর্ডের সাবেক মহাপরিচালক।[১০]

উনার নামে শায়েখে ইন্দেশ্বরী (র.) এইড ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠিত হয়েছে।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আহমদ, ইউসা (১৪ মার্চ ২০১৯)। "বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী চেতনাই কওমী মাদ্রাসার মূলভিত্তি,আযাদ দ্বীনী এদারার অভিবাবক ছিল রানাপিং মাদ্রাসা"। জিবি বার্তা। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  2. "এদারা পরিচিতি"আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  3. মাহমুদী, জুলফিকার। "কওমি অঙ্গনের সর্বপ্রথম ও প্রাচিনতম শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ"কমাশিসা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  4. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩১৭। ২৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 
  5. "শায়েখ ইন্দেশ্বরী (রহ.)-এর কন্যার ইন্তেকাল"। পাথেয়। ২৬ মার্চ ২০২০। 
  6. হবিগঞ্জী, তাফাজ্জুল হক। "মনীষীদের স্মৃতিচারণ"। মাসিক আল কাউসার। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  7. আহমদ, মাসূম। "কায়িদুল উলামা হযরত শায়খে কৌড়িয়া রহ.-এর জীবনী"মাসিক হেফাজতে ইসলাম। প্রথম। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  8. সিরাজনগরী, মুহাম্মদ আব্দুল করিম। তাশরীহুল আহাদীছ (পিডিএফ)। পৃষ্ঠা ৭। ১৩ আগস্ট ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  9. "মাদ্রাসা পরিচিতি"অফিসিয়াল ওয়েবসাইট। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩১ 
  10. লাবীব, কাউসার (১৫ ফেব্রুয়ারি ২০২১)। "উজানি মাদরাসার শাইখুল হাদিস হলেন অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী"। Our Islam 24। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩ 
  11. "রাজনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ"মানবজমিন। ৬ জুলাই ২০১৮।