আয়তোলোয়াকার্নানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়তোলোয়াকার্নানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৬৮; ৫৬ বছর আগে (1968)
সদর দপ্তরমিসোলঙ্গি, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৬৮
সভাপতিগ্রিস পানাগিওতিস পাপাক্রিস্তোস
ওয়েবসাইটwww.epsip.gr

আয়তোলোয়াকার্নানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Αιτωλοακαρνανίας, ইংরেজি: Aetoloacarnania Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে ইপিএসএআইটিওএল নামে পরিচিত) হচ্ছে গ্রিসের আয়তোলিয়া-আকার্নানিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের মিসোলঙ্গিতে অবস্থিত।

এই সংস্থাটি আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আয়তোলোয়াকার্নানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পানাগিওতিস পাপাক্রিস্তোস

বহিঃসংযোগ[সম্পাদনা]