আর্জেন্টিনায় নারীবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্জেন্টিনায় নারীবাদ

আর্জেন্টিনায় নারীবাদ হল আর্জেন্টিনার নারীদের জন্য সমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার এবং সমান সুযোগ নির্ধারণ করা, প্রতিষ্ঠা ও রক্ষার লক্ষ্যে আন্দোলনের একটি আনুষঙ্গিক অংশ। যদিও কিছু নারীকে অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়েছে - তাদের মধ্যে হলেন জুয়ানা মানসো ও জুয়ানা ম্যানুয়েলা গোরিতি - উনিশ শতকের শেষের দিকে ও বিশ শতকের প্রথম দিকে ইউরোপীয় অভিবাসন তরঙ্গের ফলে দেশে নারীবাদের সূচনা হয়েছিল। প্রথম নারীবাদীরা একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেনি, তবে নৈরাজ্যবাদী ও সমাজতান্ত্রিক কর্মীদের অন্তর্ভুক্ত করেছিল, যারা তাদের বিপ্লবী কর্মসূচিতে নারীর সমস্যাগুলিকে অন্তর্ভুক্ত করেছিল এবং মর্যাদাপূর্ণ মুক্তচিন্তক নারী যারা প্রাথমিকভাবে উচ্চ শিক্ষার প্রবেশাধিকারের জন্য ও পরবর্তীতে পুরুষদের সাথে আইনি সমতার জন্য লড়াই করেছিল। বিশ শতকের প্রথম দিকেও কর্মক্ষেত্রে তাদের স্বাধীনতা ও অধিকারের জন্য লড়াই করা নারীদের দ্বারা পরিপূর্ণ ছিল। প্রথম তরঙ্গের নারীবাদীদের প্রচেষ্টা সত্ত্বেও, জুয়ান পেরনের প্রথম সরকারের সময় ১৯৪৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার নারীরা ভোট দেওয়ার অধিকার অর্জন করেনি। তার অত্যন্ত জনপ্রিয় স্ত্রী ইভা নারী ভোটাধিকারের প্রবক্তা ছিল এবং দেশের প্রথম বৃহৎ আকারের নারী রাজনৈতিক দল ফিমেল পেরোনিস্ট পার্টি প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। ১৯৬০-এর দশকের শেষ থেকে ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়টা ছিল তীব্র সামাজিক রূপান্তর এবং রাজনৈতিক সক্রিয়তার মধ্যে একটি।[১] আবির্ভূত নারীবাদী সংগঠনগুলির মধ্যে ছিল ইউনিওন ফেমিনিকা আর্জেন্টিনা (ইউএফএ; ইংরেজি: Argentine Feminist Union) এবং মুভিমিয়েন্টো ডি লিবারাসিওন ফেমিনেমিনা (এমএলএফ; ইংরেজি: Feminist Liberation Movement)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Así era la primera publicación feminista de la Argentina" (স্পেনীয় ভাষায়)। Cultura.gob.ar. Government of Argentina। মার্চ ৭, ২০১৭। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৭, ২০১৯