বিষয়বস্তুতে চলুন

আলাপ:আবর্জনা ব্যবস্থাপনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: শামীম কর্তৃক ১৬ বছর পূর্বে "প্রবন্ধ শুরু করা হল" অনুচ্ছেদে

প্রবন্ধ শুরু করা হল[সম্পাদনা]

লেখাটি মূলত আন্ডারগ্রাজুয়েট লেভেলের ক্লাসের সিলেবাসের মত করে লিখছিলাম ইংরেজিতে দূর্বল ছাত্রদের পড়াশোনা সহায়িকা হিসেবে। পাশাপাশি পোস্ট করেছিলাম সচলায়তনে। ওখানে "শিক্ষানবিশ" নামক সহব্লগার বললেন এখানেও দিতে। এই পৃষ্ঠাটিও উনি খুলে দিয়েছেন। আমার আশংকা যে এটার ফরম্যাট/স্টাইল পুরোপুরি উইকি স্ট্যান্ডার্ডে হয়নি। বিশেষ করে রেফারেন্সের ব্যাপারটা যোগ করায় আমি কাঁচা। শুরু তো হল। পরামর্শ দিবেন দয়া করে। আর, ফরম্যাটিং ঠিক না থাকলে পরিবর্তন করবেন।

পুরা লেখাটা নামাতে বেশ কিছু সময় লাগবে। সবটুকু দিলে পরে, তারপর কেটে-ছেটে নিরপেক্ষ উইকি স্টাইলে নিয়ে আসবেন। --শামীম (আলাপ | অবদান) ০৯:৪৬, ১২ এপ্রিল ২০০৮ (ইউটিসি)উত্তর দিন