আলাপ:ইটভাটা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: DelwarHossain কর্তৃক ২ বছর পূর্বে "মারাত্মক সূচনা বাক্য" অনুচ্ছেদে

মারাত্মক সূচনা বাক্য[সম্পাদনা]

এ নিবন্ধের নাম ইটভাটা। এর সূচনা বাক্যটির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি: “ইটভাটা বা ইটখোলা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের ইট উৎপাদনকারী স্থানের নাম। এর নামটি এমন এক ক্ষেত্র থেকে এসেছে যেখানে উপরিভাগের মাটি সংগ্রহ হয়েছিল এবং নিচের কাদামাটি ছিটিয়ে দেওয়া হয়েছিল এবং ইট তৈরির জন্য খড়ি এবং ছাইয়ের সাথে মিশ্রিত করা হয়।” - কী মারাত্মক এই সূচনা বাক্য। সম্ভত নির্বিচারে ইংরেজি উইকি থেকে কপি করার জন্য এরকম অবিশ্বাস্য বিভ্রাট। আমি গত কয়েক সপ্তাহে প্রায় দুই হাজার নিবন্ধের কেবল সূচনাংশ পড়েছি এবং মারাত্মক বিভ্রাটগুলো ঠিক করছি। এখন কিছু ক্ষেত্রে মন্তব্য লিখে ছেড়ে দিচ্ছি। নিবন্ধের সংখ্যা বৃদ্ধি স্থগিত রেখে অভিজ্ঞ সম্পাদকদের দায়িত্ব হবে এই নিদারুণ অবস্থা থেকে বাংলা উইকিকে উদ্ধার করা। এ ব্যাপারে নীতিগত সিদ্ধানত নিতে হবে। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৪৫, ১৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Faizul Latif Chowdhury: আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ। এ নিবন্ধটি আমার শুরুর দিকে ইংরেজি উইকি থেকে অনুবাদ তাই এমনটি হয়েছে। আশা করি এখন কিছুটা উন্নতি হয়েছে। -- দেলোয়ার () • ১৮:১১, ১৮ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন