বিষয়বস্তুতে চলুন

আলাপ:ইবরাহীম খাঁ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: রাইয়্যান কর্তৃক ৬ বছর পূর্বে "শাবাজ নগর ।" অনুচ্ছেদে

শাবাজ নগর ।[সম্পাদনা]

প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ ভূঞাপুরের বিরামদী গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ঐ গ্রামের নাম তাঁর পিতা শাহবাজ খাঁ এর নামে নামকরণ করেন শাহবাজ নগর তাই অনেক বইয়ে শাহবাজ/শাবাজ নগর লেখা হয়েছে । কিন্তু গ্রামের বাসিন্দা এই নাম গ্রহণ করে নি । তাই এই গ্রামটি বিরামদী নামেই পরিচিত "শাবাজ/শাহবাজ নগর" নামে পরিচিত নয় ।

বি.দ্র :আমার জন্ম বিরামদী এর পাশের গ্রাম ফসলান্দিতে সেখানে আমি বেড়ে উঠেছি । রাইয়্যান (আলাপ) ০৪:০২, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন