বিষয়বস্তুতে চলুন

আলাপ:ইস্টবেঙ্গল ক্লাব

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Waraka Saki কর্তৃক ১ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

@আফতাবুজ্জামান @Waraka Saki, দলের নাম ইস্টবেঙ্গল হওয়া উচিত না? বিদেশি শব্দে স ব্যবহার করা হয় বলে জানতাম। তাছাড়া সংবাদ মাধ্যম ইস্টবেঙ্গল নামটি বেশি ব্যবহার করে। কী করা যায়? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৮:৩৪, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@চ্যাম্পিয়ন স্টার ১: বাংলা ভাষায় ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণ অনুযায়ী East Bengal শব্দটির সঠিক বাংলা রূপ "ইস্টবেঙ্গল"-ই হবে, "ইষ্টবেঙ্গল" নয়। এছাড়াও গুগলে এই ক্লাবটির ক্ষেত্রে ইষ্টবেঙ্গল শব্দটির চেয়ে ইস্টবেঙ্গল শব্দটিই অধিক ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে, ক্লাব কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত সাময়িক পত্রের নাম-ও ইস্টবেঙ্গল সমাচার রাখা হয়েছে। এছাড়াও ক্লাবটির ফেসবুক পাতায় তারা নিজেদের ক্লাবের নাম "ইস্টবেঙ্গল ক্লাব" হিসেবেই উল্লেখ করছে। এসকল যুক্তি অনুযায়ী এই নিবন্ধের নাম "ইস্টবেঙ্গল ক্লাব" রাখা-ই যৌক্তিক এবং সঠিক। উপরস্তু, এই নিবন্ধের নাম এই স্থানান্তরের পূর্বে ইস্টবেঙ্গল-ই ছিল। তাই আমি এই নিবন্ধটি ইস্টবেঙ্গল ক্লাব নামে স্থানান্তর করে দিয়েছি। – Waraka Saki (আলাপ) ১৩:১৭, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Waraka Saki, ধন্যবাদ। চেন্নাই সিটি এফসি পাতায় যদি চিত্র যুক্ত করে দেন.. চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৩:২৯, ৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@চ্যাম্পিয়ন স্টার ১: করে দিয়েছি। – Waraka Saki (আলাপ) ০১:৩৯, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন