বিষয়বস্তুতে চলুন

আলাপ:উগান্ডার ব্যাংকসমূহের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ৩ বছর পূর্বে "নিবন্ধের নাম" অনুচ্ছেদে

নিবন্ধের নাম[সম্পাদনা]

@Rifat Hasan Rabbi: সুধী, এধরনের নিবন্ধের নামে "গুলো"-এর পরিবর্তে "সমূহ" ব্যবহার করুন। মো. হাসিব আফিফ (আলাপ) ১৭:১১, ২২ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, পরামর্শ দেয়ার জন্য। Rifat Hasan Rabbi (আলাপ) ১৭:১৩, ২২ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Md. Haseeb Afeef এবং Rifat Hasan Rabbi: -সমূহ কেন ব্যবহার করতে হবে, আমার বোধগম্য হলো না। যেখানে "তালিকা" আছে, সেখানে "- ব্যাংকের তালিকা" যথেষ্ট নয় কি? তালিকা এমনিতেই বহুবাচকতা নির্দেশ করে, তাতে আবার বহুবাচকতা চাপিয়ে দিলে বহুবচনের আতিশয়ন ঘটে। আশা করি বুঝতে পেরেছেন। — Meghmollar2017আলাপ০৬:৩৩, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: ভাই, বুঝতে পেরেছি। তবে আমি বোঝাতে চেয়েছি "গুলো" এর পরিবর্তে "সমূহ" ব্যবহার করলে তা বেশি ভালো হয়। আপনি যেটা বলছেন (বহুবচনের অতিশায়ন) সেটা নিয়ে আমি একসময় ভেবেছি, অনেকের সাথে কথা বলেছি। কেউ বলে "-সমূহের তালিকা" ব্যবহার করতে হবে, তো কেউ বলে "-এর তালিকা"-ই যথেষ্ট। তাই এই ব্যাপারে এখনও আমি নিশ্চিত নই (কোনো বইয়েও এ নিয়ে বিস্তারিত কিছু পাই নি)। আপনার জানা কোনো বইয়ে যদি এটা নিয়ে ব্যাখ্যা থাকে তবে আমাকে জানাবেন। -- মো. হাসিব আফিফ (আলাপ) ০৬:৪৫, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Md. Haseeb Afeef: বিষয়টি নিয়ে আলোচনাসভায় আলোচনা হয়েছে। আপাতত প্রশাসনিক বিভাগগুলোর নামের ক্ষেত্রে -গুলো, -সমূহ ইত্যাদির স্থলে কেবল -এর তালিকা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আমার মতে বাকি বিষয়গুলোর ক্ষেত্রেও এটা সমানভাবে ভ্যালিড। পুরনো নিবন্ধগুলো স্থানান্তরের জন্য আলোচনা করতে হবে। তবে, আপাতত নতুন যে নিবন্ধগুলো তৈরি হচ্ছে, সেগুলো আগে থেকেই একই কাঠামোতে রাখা গেলে ভালো হয়। — Meghmollar2017আলাপ০৬:৪৯, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Md. Haseeb Afeef: পুনশ্চঃ এটা দেখুনMeghmollar2017আলাপ০৬:৫১, ২৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন