আলাপ:ক্যাডেট কলেজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 74.139.220.180 কর্তৃক ১৭ বছর পূর্বে "নামকরণ" অনুচ্ছেদে

নামকরণ[সম্পাদনা]

নিবন্ধের focus কি ক্যাডেট কলেজ, নাকি বাংলাদেশ/পাকিস্তানের ক্যাডেট কলেজ? নিবন্ধের অধিকাংশই যদি বাংলাদেশ/পাকিস্তানের ক্যাডেট কলেজ বিষয়ে হয়, তাহলে নামকরণও অনুরূপ হওয়া উচিৎ। বাংলাদেশের বাইরেও বহু দেশে সামরিক ধাঁচের স্কুল রয়েছে। --রাগিব (আলাপ | অবদান) ০১:৩৬, ২৬ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

সামরিক ধাঁচের স্কুল তথা মিলিটারি হাই স্কুল অনেক দেশেই আছে। সকল ক্যাডেট কলেজই মিলিটারি হাই স্কুল, কিন্তু সকল মিলিটারি হাই স্কুল ক্যাডেট কলেজ নয়। তাই হুবহু ক্যাডেট কলেজ নামে কোথায় কি আছে তা দেখতে হবে। ক্যাডেট কলেজ নামীয় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এবং পাকিস্তানেই প্রসার লাভ করেছে। অন্য অনেক দেশে বিভিন্ন নামে এ ধরণের প্রতিষ্ঠান আছে, তবে সেগুলোর বৈশিষ্ট্য ও প্রথা ক্যাডেট কলেজ থেকে বেশ আলাদা হতে পারে। নেটে অনেক সার্চ করেও পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া অন্য তোন দেশে ক্যাডেট কলেজের অস্তিত্ব পাইনি। আর ইংল্যান্ডের মিলিটারি পাবলিক স্কুল, ভারতের আর্মি ক্যাডেট কলেজ এবং অন্যান্য দেশের মিলিটারি হাই স্কুল নিয়ে সে নামের আলাদা নিবন্ধ তৈরী করতে হবে, সেগুলো অবশ্যই ক্যাডেট কলেজ নয়। ক্যাডেট কলেজ বলতে বাংলাদেশ ও পাকিস্তানের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই বুঝতে হবে বলে আমি মনে করি। -- মুহাম্মদ ০৩:০২, ২৬ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

সেক্ষেত্রে সূচনাতে এই ব্যাপারটা পরিষ্কার করে দিন। এখন যা আছে, তাতে মনে হচ্ছে সামরিক স্কুল == ক্যাডেট কলেজ (সমার্থক)। তাই বলুন যে, পাকিস্তান ও বাংলাদেশে সামরিক স্কুল গুলোকে ক্যাডেট কলেজ বলে ... অর্থাৎ উপরে আপনি যে যুক্তি দেখালেন, ঐটাই একটু গুছিয়ে লিখুন। ধন্যবাদ। --74.139.220.180 ০৭:৫৪, ২৬ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন