আলাপ:ক্যাথরিন মাসুদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১২ বছর পূর্বে "উল্লেখযোগ্যতা" অনুচ্ছেদে

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

ক্যাথরিন মাসুদের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনায় আমি শোক প্রকাশ করছি। কিন্তু উনি স্বতন্ত্রভাবে উল্লেখযোগ্য নন, বরং তারেক মাসুদের সাথে সংশ্লিষ্টতার কারণেই উল্লেখযোগ্য। কাজেই এই নিবন্ধটিকে তারেক মাসুদের নিবন্ধের সাথে একীকরণ করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৯:৪৭, ২৫ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ রাগীব, নিবন্ধটিকে তারেক মাসুদের নিবন্ধের সাথে একীকরণ করার প্রস্তাবনার জন্যে। সাধারণ অথচ গভীর দৃষ্টিতে মনে হতে পারে এর উল্লেখযোগ্যতা কোথায়! কিন্তু -
  • নিবন্ধে ইতোমধ্যে কাজ হয়েছে অনেক বার।৫,৮১৬ বাইট তথ্য ঢুকেছে।
  • ইংরেজী উইকিতে [ক্যাথরিন মাসুদ] নিবন্ধ রয়েছে।
  • ইন্টারনেট মুভি ডেটাবেজেও ক্যাথরিন মাসুদ রয়েছেন।
  • আশা কর্তৃক সৃষ্ট নিবন্ধে জেড.রোবট, মাঈনুলের উদ্দীপনা (আশা, কাজ ভালো হচ্ছে। কিছু নিবন্ধের লিংক যোগ করার অভ্যাস করতে পারো) অংশ নিয়েছেন। এবং হেমায়েতও বীরবিক্রমে অগ্রসর হচ্ছেন।

কেন জানি মনে হয়, নিবন্ধটির কিছুটা হলেও উল্লেখযোগ্যতা রয়েছে। সুতরাং, উপরোক্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে একীকরণের প্রস্তাবটি পুণর্বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করছি।- সুব্রত রায় (আলাপ) ১৩:৩৪, ২৫ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

এক মাস দেখলাম। নিবন্ধে এখনো এমন কিছু নেই যা স্বতন্ত্রভাবে উল্লেখযোগ্যতার প্রমাণ দেয়। আর এখানে স্বল্প পরিমাণ যা তথ্য আছে, তার প্রায় সবটাই তারেক মাসুদ এর জীবনীতেই উল্লেখিত হয়েছে। কাজেই আগের মতোই এই নিবন্ধটিকে তারেক মাসুদের নিবন্ধে একীকরণ ও রিডাইরেক্ট করার পক্ষে মত দিচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২৫, ২৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয়, ক্যাথরিন মাসুদের আলাদা সত্তা আছে এবং আলাদাভাবে তাঁর উল্লেখযোগ্যতা আছে। যৌথভাবে কাজ করার কারণে কেউ একজন যৌথভাবে পুরষ্কার পেতে পারেন, তাই বলে এর মানে এটা নয় যে, সেখানে শুধুমাত্র একজন উল্লেখযোগ্য, আর আরেকজন সেই উল্লেখযোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন। যৌথ গবেষণার জন্য যৌথভাবে নোবেল পুরষ্কার বিজয়ী বিজ্ঞানীদের প্রত্যেকের নামে আলাদা আলাদা নিবন্ধ লেখা যেতে পারলে ক্যাথরিন মাসুদও আলাদাভাবে উল্লেখযোগ্য মনে হয়। এই লিংকটা বোধহয় তাঁর উল্লেখযোগ্যতার প্রশ্ন খণ্ডন করবে। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
তারেক মাসুদের সাথে ছাড়া স্বতন্ত্রভাবে ক্যাথেরিন মাসুদের কোনো কাজ তো দেখলাম না। আর এই নিবন্ধে এমন কী আছে, যা তারেক মাসুদের জীবনী নিবন্ধে নাই? --রাগিব (আলাপ | অবদান) ২০:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
যৌথভাবে কাজ করেও তারেক মাসুদকে উল্লেখ্য এবং ক্যাথরিনকে অনুল্লেখ্য মনে হচ্ছে, এর একটি কারণ হতে পারে, তারেক মাসুদ একজন বাঙালি আর ক্যাথরিন নয়। এখানে ক্যাথরিনের স্থানে অন্য কোন বাঙালি থাকলে হয়তো দুজনকেই উল্লেখ্য মনে হতো। তবে এমনটা হওয়া উচিত নয়। ক্যাথরিনকে শুধুমাত্র তারেকের স্ত্রী হিসেবে না দেখে তার কাজের পার্টনার হিসেবে বিবেচনা করলেই, তার উল্লেখযোগ্যতা প্রকাশ পাবে। আর নিবন্ধে স্বতন্ত্রভাবে ক্যাথরিনের কোন কাজের কথা নেই (স্বতন্ত্র কোন কাজ নাও থাকতে পারে) সেটা আসলে ক্যাথরিনের উল্লেখযোগ্যতার সমস্যা নয়, এটা নিবন্ধে লেখার দৃষ্টি ভঙ্গির সমস্যা। লেখার ধরনটা সেভাবে পরিবর্তন করে দিলেই আর সমস্যা থাকার কথা নয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন