আলাপ:গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ৫ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম[সম্পাদনা]

@Jonoikobangali:আমার মনে হয় এটির মূল নেপালি নামানুসারে গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা রাখলে ভালো হয়, যেমনটা এই আলোচনায় এসেছে। --আফতাব (আলাপ) ১৭:৫৬, ২০ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বাংলা সংবাদপত্র ও সাময়িকপত্রে "গোর্খা ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট" এবং সংক্ষেপে "জিএনএলএফ" নামটি বেশি প্রচলিত বলে এই নামটিই ব্যবহার করলাম। "গোর্খা রাষ্ট্রীয় মুক্তি মোর্চা" নামটি বাংলাতে কোথাও দেখি না। দলটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল বলে বাংলা সংবাদপত্রের রীতিটাই রেখেছি। এই বিষয়ে উইকিপিডিয়ার নীতি অনুযায়ী উপযুক্ত শিরোনামটি গ্রহণ বা পরিবর্তন করতে পারেন। ধন্যবাদান্তে --Jonoikobangali (আলাপ) ১৮:৪৮, ২০ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন