আলাপ:পটুয়াখালী জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ৪ বছর পূর্বে "কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদ প্রসঙ্গে" অনুচ্ছেদে

কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদ প্রসঙ্গে[সম্পাদনা]

@RiazACU: আশা করি ভাল আছেন। কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদে পরিষ্কার করতে গিয়ে আপনি মূলতঃ যেসব ব্যক্তির নামে অনুচ্ছেদ নেই বা লিঙ্কযুক্ত নেই তাদের নাম মুছে দিচ্ছেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে, কিছু উল্লেখযোগ্য ব্যক্তি যাদের নামে উইকিপিডিয়ায় নিবন্ধও রয়েছে, কিন্তু পূর্বের সম্পাদক এখানে সম্পাদনা করার সময় হয়তো অনভিজ্ঞতার কারণে বা অজান্তে লিঙ্ক যুক্ত করেন নি। সেসব ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে, যাদের নামের পাশে যে পরিচয় উল্লেখ করা হয়েছে তার মাধ্যমে ব্যক্তিটি উল্লেখযোগ্য মনে হলে একটু কষ্ট করে সার্চ করে দেখবেন ঐ ব্যক্তির নামে কোন নিবন্ধ রয়েছে কিনা। যেমন: এ নিবন্ধের কৃতি ব্যক্তিত্বের তালিকায় আলতাফ হোসেন চৌধুরীর নাম উল্লেখ ছিল, কিন্তু লিঙ্কযুক্ত ছিল না, তাই হয়ত আপনি তা মুছে দিয়েছেন। ওনার পরিচয়ে বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী উল্লেখ ছিল, যার ফলে আমার মতে ওনি অবশ্যই একজন উল্লেখযোগ্য ব্যক্তি এবং সার্চ করে দেখলাম ওনার নামে নিবন্ধও রয়েছে। তাই অনুরোধ থাকবে, একটু কষ্ট করে দেখবেন। ধন্যবাদ। MustafaKamal (আলাপ) ১৭:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@MustafaKamal: আপনার মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই। আসলে ভাইয়া, আজকে একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মাঝেও উইকিতে একটু সম্পাদনা করতে এসেছিলাম, কিন্তু আজকে বিষয়টা ভালোমতো খেয়াল করি নাই তাই সমস্যাটা হয়েছে। যদিও আমি এই ধরনের কৃতি ব্যক্তিত্ব অনুচ্ছেদে লিংক করা না থাকলেও নাম অপসারণের পূর্বে বেশিরভাগ সময়ই তৃতীয় বন্ধনী দিয়ে লিংক করে প্রাকদর্শন দেখে নিই এবং সম্পাদনা প্রকাশ করি। আশা করি এই ধরনের ভুল ত্রুটি নজরে আসলে বলবেন এবং সংশোধনের চেষ্টা করবো। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৯:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন