বিষয়বস্তুতে চলুন

আলাপ:বিকাশ লতা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যারা এই পাতাটি উন্নয়ন করতে চান তাঁদেরকে বলছি-

  • গণ এবং পরিবার এক কথা নয়।
  • ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ লিখবেন। সঠিক উচ্চারণ জানা না থাকলে আপাততঃ ইংরেজি হরফেই লিখে দিন; পরে কেউ ঠিক করে দেবেন।
  • কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে কোনো লাইন মুছে ফেলবেন না; আপনার আগের লেখক হয়ত জেনে বুঝেই লিখেছিলেন।
  • বাংলা উইকিতে ইংরেজিতে কোনো ভুক্তি করা যায় না। তাই অযথা কোনো ইংরেজি শব্দের দুই পাশে ডাবল থার্ড ব্র্যাকেট বসাবেন না।