বিষয়বস্তুতে চলুন

আলাপ:বিশ্ব হাত ধোয়া দিবস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ৪ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম[সম্পাদনা]

@Ashiq Shawon: ভাই আমি বৈশ্বিক বাদ দিয়ে বিশ্ব দিলাম। আমি @DelwarHossain এবং Lazy-restless:-এর সাথে একমত। আর আমি "হাত ও ধোয়া"কে আলাদা করে লিখলাম। আমি যত সরকারি, বেসরকারী ব্যানার দেখলাম, পত্র-পত্রিকায় সব জায়গায় "হাত ও ধোয়া" আলাদাভাবে লিখেছে। এই দিবসের অধিক প্রচলিত বানান ব্যাকরণসম্মত করার দরকার নাই, যেহেতু এই দিবস সকলে ঐভাবে লিখছে ও ঐভাবেই তা সরকারিভাবে প্রচারিত। তাই সবচেয়ে বেশী প্রচলিত বানানে নিলাম ও সেই সাথে বিকল্প বানানও রেখে দিলাম নিবন্ধে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৬, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে ভুল শিরোনামে তাহলে নিবন্ধটি থাকছে এখানে - বরং উল্টোটাইতো যৌক্তিক হতো : মূল শিরোনাম ঠিক রেখে প্রচলিত অন্যান্য নামগুলো নিবন্ধে রাখা (একাধিক পুনর্নির্দেশের বিপক্ষে আমি, এমনকি কোনোরূপ পুনর্নির্দেশেরই বিপক্ষে)। যেহেতু বাংলা উইকিপিডিয়ায় আমরা গণতন্ত্রের চর্চা করি যুক্তির অপেক্ষায়, কাজেই এই বিষয়ে আমার এর বেশি আর কোনো বক্তব্যও নেই। - Ashiq Shawon (আলাপ) ১৭:০৫, ১৯ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন